শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিতে সাধারণ সদস্য, দাতা সদস্য এবং আজীবন সদস্য হওয়ার নিয়ম ।
Автор: Shariatpur Islami Zubo Society
Загружено: 2025-02-09
Просмотров: 69
Описание:
Shariatpur Islami Zubo Society শরীয়তপুর ইসলামী যুব সোসাইটিতে যোগ দিন, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখুন।
"ইসলাম মেনে করবো কাজ,
গড়বো আলোকিত সুন্দর সমাজ"
সাধারণ সদস্য:
ভর্তি ফি - ৳১০০/-
মাসিক অনুদান/চাঁদা - ৳১০০/-
দাতা সদস্য:
সংগঠনে এককালীন দান- ৳১০০০০/- থেকে ৳৫০০০০/- পর্যন্ত।
আজীবন সদস্য:
সংগঠনে এককালীন দান- ৳৫০০১/- থেকে উপরে যেকোন সংখ্যা পর্যন্ত।
সাধারণ সদস্য পদ লাভের শর্তাবলী:
----------------------------------------------
১. অর সোসাইটিতে ভর্তি ইচ্ছুক ব্যক্তিকে কমপক্ষে একজন সদস্যের সুপারিশসহ এবং ভর্তি ফি ১০০/- টাকা (একশত) প্রদান করত। শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি কর্তৃক নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
২. সদস্যের ভর্তি ফি ১০০/- (একশত) টাকা এবং মাসিক চাঁদা/ অনুদান ১০০/- (একশত) টাকা এবং নিবন্ধন কর্তৃপক্ষ পূর্বে অনুমোদনক্রমে এই হার কম/বেশি হতে পারে।
৩. অনলাইনের মাধ্যমে সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিগণ "শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি” নামক ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এডমিনদের ইনবক্স করে অথবা ইমেইল করে ফরম সংগ্রহ করে পুরন করার পর স্ক্যান করে এবং সেই সাথে এক কপি (পাসপোর্ট সাইজ) ছবি সংযুক্ত করে শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির মেইলে পাঠাতে হবে। ইমেইল- [email protected]। সোসাইটির ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যাবে।
৪. প্রতিমাসে আয় এর উপর ভিত্তি করে মাসিক অনুদান প্রদান করতে হবে। মাসিক অনুদান/চাঁদার পরিমাণ সর্বনিম্ন ১০০/- টাকা (একশত) থেকে শুরু করে সামর্থ্য অনুযায়ী উপরে যেকোন সংখ্যা হতে পারে।
৫. চলতি মাসের ২৫ তারিখের মধ্যে মাসিক চাঁদা/অনুদান প্রদান করতে হবে। মাসিক অনুদান শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির বিকাশ মার্চেন্ট নাম্বারে, ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে পদ্ধতিতে, ব্যাংক একাউন্টের মাধ্যমে অথবা সরাসরি প্রদান করা যাবে।
৬. শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সদস্য হতে হলে তাকে ইসলাম ধর্মের অনুসারী হতে হবে।
৭. ১৫ বছর বয়স থেকে যেকোন বয়সের ব্যক্তি শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির সদস্য হতে পারবেন।
৮. কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদকগণ (সহ-সম্পাদক এবং সাধারণ সদস্য ব্যতিরেকে) কোনো রাজনৈতিক দলের পদ-পদবী গ্রহণ করতে পারবেন না
৯. পীর পূজা, মাজার পুজা, কবর পূজা ইত্যাদি শিরক, কুফর এবং বিদাতী কর্মকাণ্ডে লিপ্ত থাকা যাবে না।
১০. ভদ্র, রুচিশীল, উদ্যমী, সদাচারী, কর্মতৎপর ও মননশীল হতে হবে এবং সমাজবিরোধী অথবা রাষ্ট্রদ্রোহী কোন কাজে সম্পৃক্ত থাকা যাবেনা
১১. সদস্যপদ প্রাপ্তির পর একাধারে ৬ মাসের মাসিক অনুদান/চাঁদা বাকি থাকলে তার সদস্যপদ স্থগিত করা হবে। পুনরায় সদস্যপদ বহালের জন্য এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ করতঃ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। সভাপতি/সাধারণ সম্পাদক অনুমোদন দিলে পুনরায় সদস্য পদ লাভ করবে। অন্যথায় তার সদস্যপদ বাতিল করা হবে।
১২. সংগঠনের উদ্যোগে গৃহীত পর পর তিনটি কার্যক্রমে কোন প্রকার যোগাযোগ, বুদ্ধি- পরামর্শ, উপস্থিতি অথবা অনুদান প্রদান এর কোনটির মাধ্যমে সংশ্লিষ্ট না থাকলে তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হবে। পুনরায় সদস্যপদ বহালের জন্য এক মাসের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। সভাপতি/সাধারণ সম্পাদক অনুমোদন দিলে পুনরায় সদস্য পদ লাভ করবে। অন্যথায় তার সদস্য পদ বাতিল করা হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: