Damtua Waterfalls || দামতুয়া ঝর্না ।। আলিকদম
Автор: Shihab Gahin
Загружено: 2018-07-23
Просмотров: 33799
Описание:
This channel is dedicated to all the dreamers and travelers around the globe who fuel their life with travelling.
বান্দরবানের একেক ঝর্ণার অবস্থান একেকদিকে। আলিকদম উপজেলায় ও বেশ কয়েকটি ঝর্ণার অবস্থান। সদ্য পাওয়া তেমনই একটি ঝর্ণা দামতুয়া।
বান্দরবানের আলীকদম বাসস্ট্যান্ড থেকে দামতুয়া যাওয়ার জন্য ‘আলীকদম-থানচি’র নতুন রাস্তা ধরে ১৭ কিলোমিটার যেতে হয়। মোটরসাইকেলে এক লহমায় মেঘ ফুঁড়ে উড়ে চললাম বাংলাদেশের সবচেয়ে উঁচু এই রাস্তা ধরে। অদ্ভুত এই পাহাড়ি রাস্তা সৌন্দর্যের দিক দিয়ে হার মানিয়ে দেয় বাংলাদেশের আর সব পাহাড়ি রাস্তাকে। একখানে খাড়া নিচে নেমে যেতে হয় তো অন্যখানে চিত হয়ে ওপরের দিকে উঠতে হয়! এই দেখা গেল ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে আবার একটু পরেই মেঘের ভেতর হি হি করে কাঁপতে কাঁপতে আকাশ ছুঁয়ে ছুঁয়ে উড়ে চলছি যেন। একবার মোটা মোটা গাছের সারি তো অন্যবার দূর পাহাড়ে বাড়ি! এই করতে করতে একসময় আমরা পৌঁছে গেলাম ১৭ কিলোমিটার দূরের আদুপাড়ায়। সেখানে রাস্তার পাশের দোকানে ঢুকতেই পাওয়া গেল স্থানীয় গাইড -নিতু
সে জানাল এখানে দুই পাশে দুই ঝরনা আছে, কোনটাতে যাবেন? একটা নাকি আরেকটার চেয়ে বড়। জানালাম দামতুয়ায় যাব। কথা বলে অন্যদের দিকে তাকানোর আগেই নিতু সোজা জঙ্গলের দিকে রওনা দিল। আমরা হাঁটা দিলাম তার পিছু পিছু। প্রায় ঘন্টাখানেক হাটার পর ১ম পাড়ার দেখা মেলে। এরপর অনেকটাই ঝিরি পথ। কখনো পাহাড়ে নামে আবার কখনো ঝিরিতে। এই করতে করতে আরো ঘন্টাখানেক পর ২য় পাড়া। এর ১০ মিনিট পরর দেখা মিলবে ব্যাঙঝিরির। ব্যাঙ ঝিরির পর একটা পাহাড় টপকালেই দামতুয়া।
কিভাবে যাবেন: ঢাকা থেকে বাসে আলিকদম। আলিকদম থেকে বাইকে আদুপাড়া। আদুপাড়া থেকে স্থানীয় গাইড সঙ্গ করে দামতুয়া।
খরচাপাতিঃ ঢাকা- আলিকদম বাস ভাড়া ৮০০/
আলিকদম-আদুপাড়া বাইক রিজার্ভ আস যাওয়া ৮০০/
গাইড- ১০০০/
ঘুরতে গিয়ে পলিথিন প্লাস্টিক ফেলে পরিবেশ নষ্ট করবেন না।
লিখাঃ Sakib Mahmud
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: