✅আসল 🚫নকল BRAGG Apple Cider Vinager
Автор: Good Bangladesh
Загружено: 2021-04-23
Просмотров: 1045
Описание:
BRAGG Vinager ✅আসল 🚫নকল
যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আসল আর নকল আপেল সাইডার ভিনেগার কোনটিঃ
✅আসল ভিনেগারের বোতলের গায়ে (নিচের দিকে) খোদাই করা কিছু কোড থাকে (নাম্বার কোড এবং ডট কোড)।
🚫নকল ভিনেগারে কোন কোড থাকে না।
✅ আসল ভিনেগার দেখতে সাধারণত ঘন/গাঢ় হয় এবং রঙ হলুদ থেকে কমলা হতে পারে (আপেলের খোসার রঙের উপর ভিনেগারের রঙ নির্ভর করে)।
🚫নকল ভিনেগার দেখতে পাতলা রঙ হয়।
✅আসল ভিনেগারে "মাদার" মূল ভিনেগারের সাথে সাধারণত মিশে থাকে। আলাদা করে নাড়তে হয় না।
🚫নকল ভিনেগারে "মাদার" তলানিতে পড়ে থাকে। আর নাড়লে মিশে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আবার তলানি পড়ে।
আপেল সাইডার ভিনেগার কেনার আগে জেনে রাখুন এই তথ্যগুলোঃ
📌 এসিডিটিঃ
আপেল সাইডার ভিনেগার কেনার পূর্বে এর লেবেলটি পড়ে নিন। লেবেলে এসিডিটির মাত্রা উল্লেখ করা থাকবে এবং সবচেয়ে ভালো কাজ করে ৫% এসিডিটির ভিনেগার। লেবেলে উল্লেখিত নির্দেশনা মেনে চলুন এবং সেইভাবে সংরক্ষণ করুন।
📌 প্রকারভেদঃ
বাজারে বিভিন্ন প্রকারের আপেল সাইডার ভিনেগার পাওয়া যায় যেমন- অপাস্তুরিত, কোল্ড কমপ্রেসড, অপরিশুদ্ধ, ফ্লেভারড ইত্যাদি।
অপাস্তুরিত আপেল সাইডার ভিনেগার- নামটি শুনলেই বুঝা যায় যে, এটি পাস্তুরিত করা হয়নি, অর্থাৎ এতে ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব লুকিয়ে থাকার সম্ভাবনা আছে।
কোল্ড কমপ্রেসড ভিনেগার- তৈরি করা হয় ঠান্ডা আপেলের জুস দিয়ে। এতে ফলের পুষ্টি উপাদান নষ্ট হয়না। অন্যান্য জুসের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর।
আনফিল্টারড আপেল সাইডার ভিনেগার- প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় বলে এটি আপেল সাইডার ভিনেগারের আসল রূপ। আনফিল্টারড আপেল সাইডার ভিনেগার কেনাটাই সবচেয়ে উপকারি। এটি গাড় বর্ণের হয়। বিশ্বাস করা হয় যে এটি অনেক শক্তিশালী।
✅তাই আপেল সাইডার ভিনেগার কেনার পূর্বে ভালো করে এর লেবেলটি পড়ে নিন। আপেল সাইডার ভিনেগার পানির সাথে মিশিয়ে খেতে হয় বা ত্বকে প্রয়োগ করতে হয়, নাহলে এটি ত্বক ও স্বাস্থ্যের ক্ষতি করে।
সঠিক তথ্য জানুন, জীবন সহজ করুন।
Good Bangladesh (Helping People)
#Bragg_Apple_Cider_Vinegar #Bragg #Vinegar #GoodBangladeshLtd
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: