ঘুমানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়!
Автор: মুক্তির পথ
Загружено: 2020-12-06
Просмотров: 1592
Описание:
ঘুমানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয়।
গোনাহ থেকে মুক্তির লক্ষ্যে অনেক জিকির, তাসবিহ ও দোয়ার কথা বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এসব দোয়ার মধ্যে এমন একটি দোয়া আছে যে,বিছানায় ঘুমাতে গিয়ে শুয়ে দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গোনাহও মাফ হয়ে যায়। হাদিসে এসেছে-
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বিছানায় শুয়ে এই দোয়া পড়বে, তার গোনাহগুলো মাফ হয়ে যাবে; যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। তাহলো-
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَ لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু; লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহি। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’
অর্থ : ‘আল্লাহ ব্যতিত সত্যিকারের কোনো উপাস্য নেই। তাঁর কোনো অংশীদার নেই। তাঁর জন্য রাজত্ব এবং তাঁর জন্যই সব প্রশংসা আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো উপায় ও সামর্থ্য নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্যই সব প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই আর আল্লাহ সবচেয়ে মহান।’ (ইবনু হিব্বান, ইবনু আবি শায়বা)
এছাড়াও ঘুমানোর আগে রয়েছে একাধিক দোয়া। যেসব দোয়া পড়লে যেমন গোনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, শান্তিপূর্ণ আরামদায়ক ঘুম হয়। আরও অনেক মর্যাদাপূর্ণ ফজিলত লাভ হয়।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, ঘুমানোর সময় বিছায় শুয়ে উল্লেখিত দোয়াটি পড়ে নেয়া। আল্লাহ তাআলা এ দোয়ার বরকতে সমুদ্রের ফেনা সমপরিমাণ গোনাহও ক্ষমা করে দেবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত রাতের এ আমলটি যথাযথভাবে আদায় করে হাদিসের ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভের তাওফিক দান করুন। গোনাহমুক্ত জীবন দান করুন। আমিন
#Sleep #prayer #MuktirPoth
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: