ভরা বর্ষায় নিকলী হাওড় ভ্রমণ | Nikli Haor Kishoreganj | একদিনেই ঘুরে আসুন নিকলী হাওড় থেকে | Mithamoin
Автор: Enjoy Islamic Life
Загружено: 2021-08-21
Просмотров: 536
Описание:
👉নিকলী হাওর ভ্রমণ এর সেরা সময় হচ্ছে, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস। এই তিন মাসের মধ্যে সবচেয়ে সেরা সময় হলো, আগস্ট মাসের মাঝামাঝি সময়। এই সময়ে আপনি হাওরে বৃষ্টিও পাবেন এবং পানিও পাবেন ভরপুর😍😍✌️✌️✌️
ভরা বর্ষায় নিকলী হাওড় ভ্রমণ | Nikli Haor Kishoreganj | একদিনেই ঘুরে আসুন নিকলী হাওড় থেকে | Mithamoin
আমরা ২০ সিটের একটি এসি কোস্টার বাস রিজার্ভ করে ঢাকা থেকে ভোর ছয়টায় রওনা হয়েছিলাম। মাঝপথে নরসিংদীতে একটি রেস্টুরেন্টে নেমে সকালের নাস্তা সেরে নিয়েছি। প্রায় ১১ টার দিকে আমরা নিকলী ঘাটে গিয়ে পৌছাই।
সেখান থেকে বড় সাইজের একটি সাম্পান ভাড়া করে আমরা উঠে পড়ি সাম্পানের মধ্যে। এরপর আমরা হাওরের উপর দিয়ে যাত্রা শুরু করি রাতারগুল খ্যাত ছাতিরচর এর উদ্দেশ্য।
সেখানে পৌঁছে আমরা সবাই গোসল করার জন্য নেমে যাই। সেখান থেকে চলে যাই মিঠামইন। মিঠামইন ঘাটে নাও ভিরাইয়া আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেলি।
এরপর চলে যাই মিঠামইন অষ্টগ্রাম গ্রহণের সেই ব্রিজটির উপর। সেখানে সময় কাটিয়ে রাস্তাটি দেখে আবার আমরা ফিরে আসি নিকলীর উদ্দেশ্যে।
সেখান থেকে ঢাকায় পৌঁছাতে আমাদের প্রায় রাত বারোটা বেজে গিয়েছিলো। রাস্তায় জ্যাম না থাকলে আপনারা নয়টা থেকে দশটার মধ্যে ঢাকায় থাকতে পারবেন।
.
.
.
.
👉প্রয়োজনীয় কিছু কন্টাক্ট নম্বরঃ
ট্রলার মাঝির মোবাইল নম্বর
01920678337 (এমরাজুল মামা)
(সিজন অনুযায়ী ট্রলার ভাড়া কমবেশি হয়ে থাকে)
চেয়ারম্যান গেস্ট হাউজ (নিকলী)
01308-510411
(বুকিং করতে কল করুন)
রমজান ভাই (অটো ড্রাইভার - মিঠামইন)
০১৯২০৩৮৬৬৯২
আইনুদ্দিন ভাই (অষ্টগ্রাম ডাক বাংলো)
০১৯১৪৯৭৫৩৮৯
শিকদার হোটেল (মিঠামইন)
০১৭৫৩৮০৪৫৪৫
#NikliHaor #Mithamoin #নিকলীহাওড়
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: