ধানের ব্লাষ্ট রোগের সমাধান, ব্যবহার করুণ নাটিভো, স্ট্রমিন,একটিভো।
Автор: কৃষক ও মাঠ
Загружено: 2025-09-20
Просмотров: 198
Описание:
ধানের ব্লাস্ট রোগ (Rice Blast) ধানের সবচেয়ে ক্ষতিকর রোগগুলোর একটি। এটি Magnaporthe oryzae ছত্রাক দ্বারা হয়। সঠিক ব্যবস্থা না নিলে জমির ফলন অনেক কমে যেতে পারে।
প্রতিকার ও ব্যবস্থাপনা
১. সাংস্কৃতিক পদ্ধতি
প্রতিরোধী জাত ব্যবহার করুন (স্থানভেদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে জাত সুপারিশ করে, তা বেছে নিন)।
অতিরিক্ত নাইট্রোজেন (ইউরিয়া) ব্যবহার এড়িয়ে চলুন।
জমিতে পানি ধরে রাখার চেষ্টা করুন (শুকনা জমিতে রোগ বেশি হয়)।
আগাছা দমন করুন, কারণ আগাছায়ও রোগের সংক্রমণ হতে পারে।
আক্রান্ত গাছের পাতা বা খড় জমিতে ফেলে না রেখে নষ্ট করে ফেলুন।
২. বীজতলা ব্যবস্থাপনা
রোগমুক্ত জমি থেকে বীজ সংগ্রহ করুন।
বীজ শোধন করুন (ট্রাইসাইক্লাজোল বা থিরাম জাতীয় ছত্রাকনাশক দিয়ে)।
ঘনবপন করবেন না, বাতাস চলাচল নিশ্চিত করুন।
৩. রাসায়নিক প্রতিকার (প্রয়োজনে)
রোগ দেখা দিলে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করুন, যেমন:
ট্রাইসাইক্লাজোল (Tricyclazole 75% WP) – জমিতে ৬ গ্রাম/১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে।
আইসোপ্রোথিওলান (Isoprothiolane 40 EC) – ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে।
কার্বেনডাজিম (Carbendazim 50% WP) বা সমজাতীয় ছত্রাকনাশকও ব্যবহার করা যায়।
প্রথম স্প্রের ৭–১০ দিন পর আবার প্রয়োজনে স্প্রে করুন।
👉 ভালো ফলনের জন্য রাসায়নিক ও সাংস্কৃতিক উভয় পদ্ধতি মিলিয়ে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: