বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হিন্দু জাগরণ সম্মেলন
Автор: News Bengal 365
Загружено: 2026-01-18
Просмотров: 18
Описание:
বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হিন্দু জাগরণ সম্মেলন
নিউজ বেঙ্গল 365, বড়জোড়া: রবিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে হিন্দু জাগরণ সম্মেলন উপলক্ষে এলাকার মানুষের মধ্যে এক বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। এদিন সকালে গঙ্গাজলঘাটি হাইস্কুল প্রাঙ্গনে শয়ে মানুষের উপস্থিতিতে হিন্দু সনাতনীদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ধূম দেখে বিশেষ এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলে উপস্থিত হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তাদের বক্তব্যে স্পষ্ট হয়। এদিন এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন রামানন্দ স্বামী মহারাজ। এদিন গঙ্গাজলঘাটির নতুন পুকুরে কলস পূজন করে ১০০ জন মহিলা মঙ্গল কলসে জল ভরে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানস্থলে আসেন। তারপর ভারত মাতার পুজো দিয়ে হিন্দু সনাতনীদের জাগ্রত হওয়ার আহ্বান জানান স্বামীজি। তিনি বলেন সনাতন ধর্ম সারা বিশ্বের প্রথম মানবতাকামী ধর্ম। যে সনাতনীরা হিন্দু নামে পরিচিতি লাভ করেছে। পৌরাণিক যুগ থেকে সনাতনীরাই বিশ্বকে আলোর পথ দেখিয়েছে । কিন্তু বর্তমান বিশ্বে এক ধরনের উগ্র ধর্মান্ধ বিজাতীয় মৌলবাদ বিশ্বকে তথা মানবতাকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। বিশ্ববাসীকে রক্ষা করতে সনাতনী হিন্দুদের জাগ্রত হতে হবে বলে তিনি বলেন সকল সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি স্বামী বিবেকানন্দর বিশ্ব মানবতা নিয়ে নানা উদ্ধৃতি উল্লেখ করে ১৮৯৩ খ্রীষ্টাব্দের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনের কথা উল্লেখ করেন।
উদ্যোক্তা গঙ্গাজলঘাটি হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি কাঞ্চন সেন মোদক বলেন, এদিন ১০০ কন্ঠে গীতাপাঠ করা হয়। সনতনীদের মধ্যে বিশিষ্টদের মধ্যে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত অগস্তি, প্রাক্তন সেনাকর্মী বিমান সিংহ, সুখময় মাজি সহ অনেকে।
#newsbengal365 #newsbengal365official #highlightseveryonefollowers #NewsUpdate #follower #highlights #Bankura #bankuranews #Bankuradistrict #Barjora #hindujagaranmancha
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: