Surah Ar-Rahman Beautiful Recitation With Bangla Translation | সূরা আর-রাহমান এর অসাধারণ তেলাওয়াত
Автор: True Way of life
Загружено: 2023-02-26
Просмотров: 34
Описание:
সূরা আর রহমান (surah ar rahman) এর ফযিলত ও গুরুত্ব (surah ar rahman benefits)
১. হাদীস শরিফে নবী করীম ( সঃ ) এরশাদ করেন , প্রত্যেক জিনিসেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে । সূরা আর-রহমান কোরআন শরীফের সৌন্দর্য । ফযীলতের দিক দিয়ে এটি অর্ধেক কোরআনের সমান ।
২. সূরা আর রহমান কখন পড়তে হয়? নবী করীম ( সাঃ ) এরশাদ করেন , যারা শুধু আল্লাহকে খুশী করার জন্য এ সূরাটি প্রত্যহ আছরের নামায বাদ পাঠ করবে , তাদের চেহারা নূরানী হবে , স্ত্রী পুত্র তার তাবেদার হবে , তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে।
৩. কোনাে কোনাে বুযর্গ এ সূরাটিকে কোরআনের বন্ধু বলে উল্লেখ করেছেন ।
৪. এক বর্ণনায় আছে ইসলামের তৃতীয় খলীফা হযরত ওসমান গনী জুন্নরাইন ( রাঃ ) এ সূরা আর রহমান পাঠ করে বেহেশতবাসীকে মােহিত করবেন।
৫. সমগ্র কোরআনের মধ্যে এ সূরাটি অদ্বিতীয়। “ফাবিআইয়্যি আ – লা – ই রাব্বিকুমা তুকাযযিবান ” বাক্যটি পুনঃ পুনঃ উল্লেখ থাকায় এটি অত্যন্ত সুন্দর ও শ্রুতিমধুর হয়েছে । এই আয়াতটি সূরা আর রহমান ৩১ বার মহান আল্লাহ বলেছেন।
৬. (surah ar rahman) বেশির ভাগ বিষয়বস্তু মহান আল্লাহ তাআলার ইহলৌকিক ও পারলৌকিক অনুগ্রহসমূহের বর্ণনা সম্পর্কিত। তাই যখন কোন আল্লাহর বিশেষ অবদান উল্লেখ করা হয়েছে তখনই মানুষকে সতর্ক ও কৃতজ্ঞতা স্বীকারে উৎসাহিত করার জন্যে “ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকায্যিবান” বাক্যটি বার বার উল্লেখ করা হয়েছে ।
৭. তিরমিযীতে হযরত জাবের ( রাঃ ) বর্ণনা করেন , রাসূলুৱাহ ( সাঃ ) কয়েকজন লােকের সামনে সমগ্র সূরা আর রহমান তেলাওয়াত করেন । তারা শুনে নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ ( সাঃ ) বললেন,
আমি ‘ লাইলাতুল জ্বিনে ’ জ্বিন — রজনীতে – জ্বিনদের সামনে এ সূরা তেলাওয়াত করেছিলাম । প্রভাবান্বিত হওয়ার দিক দিয়ে তারা তােমাদের চেয়ে উত্তম ছিল । কারণ , আমি যখনই “ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকায্যিবান” আয়াতটি তেলাওয়াত করতাম , তখনই তারা সমস্বরে বলে উঠত :
ربّنَا لا نكْذِبُ بِشى من نعمَتك فَلك الحمد,
অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানই অস্বীকার করবনা। আপনার জন্যই সমস্ত প্রশাংসা।
এ হাদীস থেকে জানা যায় , সূরাটি মক্কায় অবতীর্ণ । কেননা , জ্বিন – রজনীর ঘটনা মক্কায় সংঘটিত হয়েছিল। এ রজনীতে রাসূলুল্লাহ ( সাঃ ) জ্বিনদের কাছে ইসলাম প্রচার করেছিলেন এবং তাদেরকে ইসলামী শিক্ষা দান করেছিলেন।
Provided to YouTube by CV Y Studio recording
Surah Ar Rahman · Maghfirah M Hussein · Yakob · Al Quran
Surah Ar Rahman
℗ CV Y Studio recording
Released on: 2015-07-13
Auto-generated by YouTube.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: