গাছের কান্ড পচা, গোড়া পচা অথবা পাতা পচা রোগে ব্যবহার করুন পিতসুলিন/ক্যাপটাসাইড
Автор: পিমোনা কৃষি
Загружено: 2021-07-02
Просмотров: 326
Описание:
গাছের কান্ড পচা, গোড়া পচা, পাতা পচা অথবা ফল পচা রোগে ব্যবহার করুন CAPTACIDE or PITSULIN. CAPTACIDE গাছের যে কোনও ধরনের ছত্রাক জনিত গাছের আক্রমণে ব্যবহার করা যায়। বিস্তারিত জানতে ও অর্ডার করতে অনুগ্রহ করে ফোন করুন ০১৭২৩২৩১৩৪৩ /০১৬১১৩২৯৯৯৩ /০১৯৩১৩৯৫১৩৬
ক্ষতির লক্ষণ-
এই রোগ কেবল মাত্র কান্ডেই সীমাবদ্ধ নয়, চারা অবস্থা থেকে বীজ পেকে যাওয়া পর্যন্ত যে কোনও বয়সের গাছের যে কোনও অংশ যেমন শিকড়, কান্ড, পাতা, বীজ প্রভৃতি আক্রান্ত হতে পারে।
চারা ধংস :
চারা ধ্বংস রোগের আক্রমনের ফলে বীজের অন্কুরধ্গমের পরে বীজপত্রে গাঢ় বাদামী রঙের দাগ দেখা যায়। শুস্ক আবহাওয়ায় বাদামী দাগ চারা গাছে, কান্ডে, শিকড়ে বিস্তার লাভ করে এবং চারা গাছ মরে যায়। সারা মাঠ ঝলসানো মনে হয়।
গোড়া (কলার) পচা :
চারা গুলি বড় হলে মাটি ও কান্ডের সংযোগস্থলে বাদামী ক্ষত দেখা যায়, যা পুরো কান্ড বেষ্টন করে ফেলে এবং গাছ মারা যায়। বেঁচে থাকলে আক্রান্ত অংশের উপর থেকে প্রচুর পার্শ্বমূল বের হয়।
পাতা পচা :
জৈষ্ঠের মাঝামাঝি থেকে শ্রাবনের মাঝামাঝি গাছের পাতায় অসংখ্য ছোটো ছোটো বাদামী দাগ দেখা যায়। ওই দাগ ক্রমশ বড় হতে থাকে এবং পরস্পর জুড়ে গিয়ে বড় বাদামী পচা অংশের সৃষ্টি করে।
কান্ড পচা :
আক্রান্ত পাতা থেকে রোগ কান্ডে ছড়িয়ে পড়ে এবং ডাঁটা পচা রোগ দেখা যায়। কান্ডে দাগ গুলি বড় ও লম্বা হয় এবং প্রায়ই কান্ডের ছাল ফেটে আঁশ বেরিয়ে আসে।গাছ মারা যায়।
শেকড় পচা :
আক্রান্ত শিকড় ঢলে পড়ে, গাছের ডগা নেতিয়ে পড়ে।
গাছের কান্ড ধীরে ধীরে বাদামী বর্ণ ধারণ করে ও শুকিয়ে যায়। গাছে ফুল অবস্থায় আক্রমন হলে ফলের উপর বাদামী দাগ দেখা যায় এবং ছত্রাকের আক্রমনে ফলের বীজ আকারে ছোটো, কোঁকড়ানো ও হালকা রঙের হয়।
আক্রান্ত বীজের অন্কুরধ্গম কম হয় এবং চারা ছোটো অবস্থাতেই রোগে আক্রান্ত হয়।
Stem Rot:-
প্রতিকার ব্যবস্থা। আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। আগাছা নিয়ন্ত্রণ করা জরুরী। প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে।
সুস্থ এবং রোগ মুক্ত বীজ ব্যবহার করা উচিৎ।
বীজ বোনার পূর্বে শোধন করতে হবে। পানি নিকাশী ব্যবস্থা রাখা দরকার। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রযোগ করা উচিৎ।শস্য পর্যায় অবলম্বন করতে হবে।
রাসায়নিক প্রয়োগ :-
১) ক্যাপটান ৫০ % ডবলু. পি @ ২.৫ গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালো ভাবে মিশিয়ে নিয়ে বীজ শোধন করতে হবে।
২) গাছের পাতা, কান্ড, মূল, ফল অথবা ফুল আক্রান্ত হলে CAPTACIDE/PITSULIN প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে সপ্তাহে একদিন স্প্রে করতে হবে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: