দোয়ায়ে শেখ সাদী র. Duae Shaikh Sadi R.
Автор: Muhammed Ali Foysal Tace
Загружено: 2021-06-30
Просмотров: 12
Описание:
দোয়ায়ে শেখ সাদী র.
মুনাজাত সম্পর্কে আল্লামা শেখ সাদী র. এর একটি ঘটনা,
অর্থঃ শেখ সা’দী বলেন, হে পাঠক! দোয়ার জন্য খাঁটি দেলে আল্লাহ নিকট হাত বাড়াও। কেননা, আগামীকাল তুমি মাটির নিচ হতে হাত উঠাতে পারবে না। তুমি কি দেখ না? যে শীত মৌসুমে শীতের দরুন বৃক্ষ-পাতা শূন্য থাকে শীত শেষে বিনয়ের সাথে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করে। আল্লাহ দোয়া কবূল করে বৃষ্টি বর্ষাণ। তাদের পাতা পুনঃ গজিয়ে উঠে। তুমিও সেভাবে আল্লাহর দরবারে খালি হাত উঠাও, আল্লাহ রহমানুর রাহিম তোমার হাত খালি ফেরত দিবেন না। আল্লাহর রহমতের দরজা বন্ধ নয়। হাত উত্তোলনকারী কখনও নিরাশ হয়ে ফিরে আসে না। আমিও পাতা শূন্য ডালের ন্যায় হাত উঠালাম, হে আল্লাহ! আমি বহু পাপ করেছি, আমার প্রতি দয়ার দৃষ্টি দান কর। দুর্বল বান্দা হতে তোমার ক্ষমার আশা অন্যায় হয়ে পড়ে।
হে দয়ালু দাতা, তোমার রিযিক দ্বারা আমি প্রতিপালিত হয়েছি। তোমার দয়া ও দানে অভ্যস্থ হয়ে পড়েছি। ভিক্ষুক যখন দয়া ও দান দেখে, তখন দাতার পিছ কখনও ছাড়ে না। হে আল্লাহ, তুমি যখন আমাকে পৃথিবীতে ইজ্জত দান করেছ, আখেরাতেও তার আশা রাখি। হে আল্লাহ, ইজ্জত ও জিল্লত তুমিই দান করেছ, তুমি যাকে ইজ্জত দান কর, সে কখনও লজ্জিত হয় না ৷
হে মাবুদ! তুমি আমার মত লোকের হাতে আমাকে বেইজ্জত করো না, যদি বেইজ্জত করতে হয় তবে তুমি নিজেই করও। ইহজগতে এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না, নিজের মত লোক দ্বারা শাস্তি পায়। তোমার সম্মুখেই আমাকে লজ্জিত কর। আমার মত লোকের হাতে লজ্জিত করো না। যদি তোমার দয়া আমার ওপর পড়ে, তবে আসমানও আমার চেয়ে ছোট বা তুচ্ছ হবে। তুমি যদি আমার মাথার টুপি পরিয়ে দিয়ে সম্মান দান কর, তবে আমাকে কেউ ছোট মনে করবে না।
মোনাজাতটি পছন্দ হলে আমার #Al_Islah_M_A_F_Tv এর এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: