COVID-19 আবার এসেছে! কীভাবে সুরক্ষিত থাকবেন? | Corona Song
Автор: Park Alice Music
Загружено: 2025-06-22
Просмотров: 103
Описание:
COVID-19 আবার এসেছে! কীভাবে সুরক্ষিত থাকবেন? | Corona Song
Lyrics-গানের কথা
আবার এসেছে কোভিড
চুপচাপ শহর, থেমে গেছে গান,
মুখে মুখোশ, চোখে শুধু প্রাণ।
আবার এসেছে কোভিড, অচেনা ছায়া,
ভয় নিয়ে ফের ঘিরে ধরে মায়া।
দূরে থাকা, ছিল ভালোবাসা,
স্পর্শহীন দিন, ছিল বিশ্বাস।
হাত বাড়ালেই… কেউ নেই পাশে,
ভয় ঘিরে… প্রতিটি নিশ্বাসে।
হাসপাতালে চোখে জল বয়ে,
চুপচাপ কাঁদে প্রিয়জন হারিয়ে।
কোভিড কেড়ে নেয় কত হাসিমুখ,
স্মৃতিতে বাঁচে শুধু সেই মুখ।
লকডাউনে দাঁড়িয়ে জানালায়,
এক টুকরো আকাশ খুঁজে পাই।
ওরে নিঃশব্দ পৃথিবী—
আবার এসেছে কোভিড,
তোর বুকে কাঁপে কান্না।
তবু জেগে থাকি,
আশার আলোয় বাঁধা।
সেবিকা দাঁড়ায়, চোখে জয়গান,
জীবন বাঁচায়, হার না মানে প্রাণ।
টেলিফোনে বাবার কণ্ঠ।
চোখের কোল ভিজে,
দিনরাত এক।
মৃত্যু ছায়ার মাঝে,
জীবনের লেক।
ওরে নিঃশব্দ পৃথিবী—
আবার এসেছে কোভিড,
তোর বুকে কাঁপে কান্না।
তবু জেগে থাকি,
আশার আলোয় বাঁধা।
এখনও বাঁচি, স্মৃতি বুকে চাপি,
জীবনের তরে… হাতে রাখি হাত।
আবার এসেছে কোভিড, ভয় যেন সঙ্গী,
তবু ভালোবাসা ফিরবে… একদিন নির্ভয় প্রভাত।
#covid19 #coronavirus #coronasong
Keywords: COVID-19 আবার এসেছে | কীভাবে সুরক্ষিত থাকবেন? | Corona Song | কোভিড-১৯ | করোনা | করোনাভাইরাস | করোনা গান
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: