নীলাদ্রি লেক | শিমুল বাগান | জাদুকাটা নদী | NILADRI LAKE | SHIMUL BAGAN | JADUKATA RIVER | SUNAMGANJ
Автор: Travel With Didar
Загружено: 2025-09-13
Просмотров: 925
Описание:
নীলাদ্রি লেক | শিমুল বাগান | জাদুকাটা নদী | NILADRI LAKE | SHIMUL BAGAN | JADUKATA RIVER | SUNAMGANJ
#travelvlog #TravelTips #BDTraveler
যারা বাজেট ট্রাভেলার, একদিনে সুনামগঞ্জ ভ্রমন করতে চান, তাদের জন্য কিছু তথ্য:
ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল থেকে বিভিন্ন কোম্পানির বাস পাবেন যা প্রতিদিন রাত ১১টায় সুনামগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যায়, সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা। জনপ্রতি ভাড়া পরবে নন এসি ৮০০ টাকা আর এসি ১০০০/১২০০ টাকা। সুনামগঞ্জ নেমে ঝটপট সকালের নাস্তা সেরে সকাল ৭ টার মধ্যে সুরমা ব্রিজ চলে যাবেন অটো রিক্সায়, ভাড়া ২০ টাকা। ওখান থেকে মোটরসাইকেল ভাড়া করে নিবেন ট্যাকেরঘাট এর উদ্দেশ্যে, ভাড়া পরবে ৬০০ টাকা। দুইজন হলে ভালো, জনপ্রতি ৩০০ টাকা করে পরবে। বাইক ভাড়া করার সময় ভালোভাবে কথা বলে নিবেন যাত্রাপথে সব স্পট যেন ঘুরিয়ে নিয়ে যায়। কারণ টেকেরঘাট যাওয়ার পথেই প্রায় সব স্পটগুলো পরবে, যেমন- জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, সাদা পাথর নাম এ একটা জায়গা আছে, তারপর নীলাদ্রি লেক আর সবশেষ লাকমা ছড়া। সেক্ষেত্রে মোটরসাইকেল ভাড়া বেশি চাইতে পারে, ভাড়া যদি ১০০০/১২০০ টাকাও চায় ডিল ফাইনাল করে ফেলবেন। কারণ, আপনি ৬০০ টাকা দিয়ে ট্যাকেরঘাট আসার পর আবার ৬০০ টাকা দিয়ে মোটরসাইকেল ভাড়া করে এই স্পটগুলো ঘুরতে হবে। এভাবে গেলে আপনার অনেক সময় বেঁচে যাবে। আপনি যদি সুনামগঞ্জ থেকে সকাল ৭ টায় রওনা দিতে পারেন ১১ তার মধ্যে সকল স্পট ঘুরা হয়ে যাবে আপনার। তারপর ট্যাকেরঘাট লঞ্চঘাট থেকে ছোট ইঞ্জিন নৌকা রিজার্ভ করে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে পারবেন। সময় লাগবে আনুমানিক ৪ ঘন্টা। ছোট ইঞ্জিন নৌকা রিজার্ভ করতে আনুমানিক ২০০০/২৫০০ টাকার মতো লাগবে, কয়েকজন মিলে যেতে পারলে জনপ্রতি খরচটা ভাগ হয়ে যাবে। টাঙ্গুয়ার হাওর ঘুরে এসে লাঞ্চ করে আবার ৬০০ টাকায় মোটরসাইকেল ভাড়া করে সুনামগঞ্জ চলে আসবেন, সময় লাগবে ১.৫ ঘন্টা। রাত ১০/১১ টার বাস এ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। সেক্ষেত্রে সকালে যখন সুনামগঞ্জ এ নামবেন তখনই ফিরতি টিকিট কেটে রাখবেন।
কোথায় থাকবেন :
টেকেরঘাটে থাকার জন্য মুটামুটি মানের রিসোর্ট আছে, যার নাম হিজল রিসোর্ট এন্ড resturent, নীলাদ্রি লেক এর পাশে পুরাতন চুনা পাথরের কারখানার গেস্ট হাউজেও রাত কাটানো সম্ভব। এছাড়া বড়ছড়া বাজারেও কয়েকটি গেস্ট হাউজ রয়েছে। যেখানে ৫০০ থেকে ২৫০০ টাকা খরচ হবে। সুনামগঞ্জ শহরেও বিভিন্ন মানের আবাসিক হোটেলও আছে।
কোথায় খাবেন :
টেকেরঘাট ও বড়ছড়া বাজারে মুটামুটি মানের কিছু রেস্টুরেন্টে আছে যেখানে আপনি খেতে পারেন। আর এই জায়গায় আসলে অবশ্যই হাওরের তাজা মাছের বিভিন্ন আইটেম ও হাওরের হাঁস দিয়ে খাবেন।
ভ্রমণ টিপস :
🔹 দিনে দিনে ঘুরে আসতে চাইলে সকাল সকাল রওনা দিবেন।
🔹 প্রতিটি স্পটের জন্য ৩০ মিনিটের সময় নির্ধারণ করুন।
🔹 থাকতে চাইলে বড়ছড়া বাজার অথবা টেকেরঘাট বাজারে চলে যাবেন।
🔹 বাংলাদেশ বর্ডার অতিক্রম করবেন না।
🔹 নীলাদ্রি লেক থেকে এক সময় প্রচুর পরিমানে চুনা পাথর উঠানো হতো। যার ফলে লেকের গভীরতা অনেক। তাই সাঁতার না জানলে লেকের পানিতে না নামাই ভালো আর নামলেও বেশি দূরে যাবেন না।
🔹 জাদুকাটা নদী থেকে পাথর ও বালি উত্তোলনের ফলে অনেক গভীর গর্তের সৃষ্টি হয়, পানিতে নামলে এই কথা মাথায় নিয়ে সাবধান নামবেন। গ্রীস্মকালে নদীতে হাটু পানি থাকে, কিন্তু বর্ষায় পাহাড়ি ঢলে অনেক স্রোত থাকে।
🔹 স্থানীয় মানুষদের সাথে ভালো আচরণ করুন।
🔹 ভাড়ার ক্ষেত্রে দরদাম করুন ভালো মতো।
🔹 পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন।
📌 ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আর দয়াকরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন।
Keyword:
#BdTraveler #BdtravelVlogger #BdTravellers #BanglaTravelVlog #BdTourAndTravel #BangladeshiTravelVlogger #TourAndTravel #বাংলাদেশি_ট্রাভেল_ব্লগার #ভ্রমণ_গাইড #AdventureVlogs Bangla #LowCostTravelVideo #AdventureVideo #TravelInformation #TravelVlog #TravelVideo #TravelVideoVlog #TourGuide #ভ্রমণ_ব্লগ #TravellingBangladesh #বাজেট_ট্যুর #Travel #Traveler #Travelling #TrekkingInformation #ভ্রমণ ব্লগ #SoloTravel #NiladriLake #Sunamganj #নীলাদ্রি লেক #টাঙ্গুয়ার হাওড় #Bangladesh #TravelBangladesh #NatureLovers #ScenicViews #ExploreBangladesh #AdventureAwaits #BeautifulDestinations #LakeLife #Photography #TravelPhotography #Wanderlust #NaturePhotography #EcoTourism #VisitBangladesh #HiddenGems #TravelDiaries #CulturalHeritage #LocalExperience #SereneNature #OutdoorAdventure #BengalBeauty #TravelGoals #NatureEscape #PeacefulPlaces #SunamganjDiaries #DiscoverBangladesh #ShahidSirajLake #NiladriLakeSunamganj #ShimulBagan #ShimulBaganSunamganj #BarikTila #BarekTila #BarikkaTila #JadukataNodi #নীলাদ্রি #শিমুল_বাগান #জাদুকাটা_নদী #বারিক_টিলা #বারিক্কা_টিলা #সুনামগঞ্জ #JadukataRiver #JadukataNodiSunamganj #JadukataRiverSunamganj #বারিক্কা_টিলা_সুনামগঞ্জ #শিমুল_বাগান_সুনামগঞ্জ #জাদুকাটা_নদী_সুনামগঞ্জ
Thanks For Watching And Please
LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: