৫ দিনের জোরের বয়ান | বাদ ফযর বয়ান | Mufti Zahir sahab | Mufti Azimuddin sahab | Imani Mehnot
Автор: Imani Mehnot
Загружено: 2025-12-10
Просмотров: 3194
Описание:
এই বয়ানে মুফতি জহির সাহেব দা: বা: মহাবিশ্বে আল্লাহর অপরিবর্তনীয় কানুন বা নেজাম সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি বলেন, শাসক আল্লাহর পক্ষ থেকে আজাব অথবা রহমত হিসেবে প্রেরিত হন, যা মূলত মানুষের সম্মিলিত আমলেরই প্রতিফলন।
আলোচনায় ঐতিহাসিক ব্যক্তিত্ব হাজ্জাজ বিন ইউসুফের সময়ের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে জনগণ হাসান বসরী (রহঃ)-কে অত্যাচারী শাসকের বিরুদ্ধে বদদোয়া করতে অনুরোধ করেন। কিন্তু হাসান বসরী (রহঃ) বদদোয়ার পরিবর্তে জনগণকে আল্লাহর আনুগত্য (এতাআত) ও নিজেদের সংশোধনের প্রতি আহ্বান জানান। বক্তা জোর দিয়ে বলেন যে, পরিস্থিতি পরিবর্তনের জন্য আল্লাহর বিধান বোঝা এবং তাঁর আনুগত্য করাই একমাত্র পথ।
এছাড়াও, আলোচনায় 'আজিমত' (সর্বোচ্চ মানের আমল) এবং 'রুখসত' (ছাড়) এর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণের কথা বলা হয়েছে। এটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী একটি আলোচনা।
#dawah #তাবলীগ #bangladeshijtema #tabligh #tablighi_bayanat #nizamuddin #nizamuddin_marakaj
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: