সে ছাড়া আমি ডানাভাঙা পাখি
Автор: Sonia Mamun Music
Загружено: 2025-10-27
Просмотров: 5
Описание:
চারপাশে যা কিছু সবই,
মনে হয় যেন তার,
হাসি মাখা ছবির ভেতর,
জেগে আছি আমি বারবার।
সে ছবির সাথে কথা বলে মন,
নীরব ভাষায় যত আহ্বান,
তার ছোঁয়ায় যেন সময় থেমে যায়,
তবু সে নেই, তবু মন তারই চায়। 💔
আমি একা একা জেগে থাকি,
সে ছাড়া আমি যে এক,
ডানাভাঙা পাখি… 🕊️
আমার গহন বুকে,
তারে লুকিয়ে রাখি,
ভালোবাসা নামের নীরব আঁধারে ঢাকি।
তার কণ্ঠে শুনি সুরেলা ডাক,
স্বপ্নে দেখি তার মুখের রেখা,
বৃষ্টিভেজা সন্ধ্যায়ও মনে হয়,
সে আসবে হয়তো, হাসবে এক দেখা। 🌧️
(গিটার স্ট্রিং + light beat rise)
মন বলে ফিরে যা তার দুয়ারে,
কিন্তু দূরত্ব দাঁড়ায় মাঝখানে পাহাড় হয়ে,
তবু সে হাসে, দূর থেকে ডাকে,
আমি হারাই আবার তারই ছায়ায়। 🎶
আমি একা একা জেগে থাকি,
সে ছাড়া আমি যে এক,
ডানাভাঙা পাখি… 🕊️
তার স্মৃতি বুকে আগুন জ্বালে,
ভালোবাসা আজো চোখে ভাসে।
আমার গহন বুকে,
তারে লুকিয়ে রাখি,
ভালোবাসা নামের নীরব আঁধারে ঢাকি…
সে ছাড়া আমি… ডানাভাঙা পাখি…
স্বপ্নে তারই নাম লিখে রাখি… 💫
#banglaromanticsongs #banglaEmotionalsong #banglamusic
🙏 ধন্যবাদ আমাদের গান শুনার জন্য!
🎵 গান: সে ছাড়া আমি ডানাভাঙা পাখি
🎶 ধরণ: বাংলা Romantic 🥰 Musical 🎤 #banglaromanticmusic
🔔 নতুন গান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: / @soniamamunmusic
Visit the Facebook page: / soniamamunmusic
👍 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এবং কমেন্টে মতামত জানান।
📢 কপিরাইট নীতি:
এই চ্যানেলে ব্যবহৃত সমস্ত গান, সাউন্ড ও ভিডিও Sonia-Mamun এর অনুমতিতে আপলোড করা হয়েছে। অনুমতি ছাড়া ভিডিও ব্যবহারে কপিরাইট অ্যাকশন নেওয়া হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: