সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কেনো হয়? Why Solar Eclipse and Lunar Eclipse Occur
Автор: Mahakal TV
Загружено: 2025-09-19
Просмотров: 7827
Описание:
সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ কেনো হয়? Why Solar Eclipse and Lunar Eclipse Occur
#সূর্যগ্রহণ
#চন্দ্রগ্রহণ
#SolarEclipse
#LunarEclipse
#মহাকাশতথ্য
#EclipseExplained
#BanglaDocumentary
#SolarAndLunarEclipse
সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ কেনো হয়?
মানুষের ইতিহাসে সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ সবসময়ই রহস্যময় এক ঘটনা। হাজার বছর আগে মানুষ এগুলোকে অশুভ সংকেত বা দেবতার রোষ বলে মনে করত। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বুঝিয়েছে—এগুলো কোনো অলৌকিক বিষয় নয়, বরং মহাজাগতিক এক প্রাকৃতিক ঘটনা।
🔹 সূর্য গ্রহণ কেন হয়?
সূর্য গ্রহণ ঘটে তখনই, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায়। সাধারণত সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে, কিন্তু যখন চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন অবস্থানে আসে যে সে সূর্যের সামনে চলে যায়, তখন সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায়। ফলেই পৃথিবীর কিছু জায়গা থেকে সূর্য আংশিক অদৃশ্য হয়ে যায়। এসময় আমরা যেটাকে সূর্য গ্রহণ বলে দেখি।
সূর্য গ্রহণ তিন ধরনের হতে পারে – আংশিক (Partial), পূর্ণ (Total) এবং বলয়াকার (Annular)। কোথাও সূর্যের সম্পূর্ণ আলো ঢেকে যায়, আবার কোথাও আংশিকভাবে দেখা যায়।
🔹 চন্দ্র গ্রহণ কেন হয়?
চন্দ্র গ্রহণ ঘটে তখন, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে। এসময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যায়। ফলে চাঁদ কখনো আংশিক, আবার কখনো সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, পূর্ণ চন্দ্র গ্রহণের সময় চাঁদ একেবারেই কালো হয়ে যায় না; বরং লালচে রঙ ধারণ করে। একে বলা হয় “Blood Moon”। এর কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের কিছু আলোকে ভেঙে চাঁদের উপর ফেলে দেয়।
🔹 কেন ঘন ঘন গ্রহণ হয় না?
অনেকে প্রশ্ন করেন, যদি সূর্য, পৃথিবী আর চাঁদ প্রতিদিন ঘুরছে, তবে প্রতিদিন গ্রহণ কেন হয় না? এর উত্তর হলো—চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে সামান্য হেলে আছে। তাই সবসময় এক সরল রেখায় তিনটি বস্তু দাঁড়ায় না। যখন খুব নির্দিষ্ট অবস্থায় তারা এক লাইনে চলে আসে, তখনই সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ ঘটে।
🔹 মানুষের জীবনে এর প্রভাব
বিজ্ঞানীরা বলেন, গ্রহণ মানুষের দৈনন্দিন জীবনে কোনো সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলে না। তবে সূর্য গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো চোখের জন্য বিপজ্জনক হতে পারে। আবার অনেক সংস্কৃতিতে এখনও এটিকে অশুভ সংকেত হিসেবে ধরা হয়। বাস্তবে, এগুলো কেবল মহাজাগতিক এক বিস্ময়কর ছায়ার খেলা।
সুতরাং, সূর্য গ্রহণ হয় যখন চাঁদ সূর্যকে ঢেকে দেয়, আর চন্দ্র গ্রহণ হয় যখন পৃথিবী চাঁদের উপর ছায়া ফেলে। এই দুটি ঘটনাই আমাদের মহাবিশ্বের সঠিক জ্যামিতিক বিন্যাস ও কক্ষপথের ফলাফল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: