অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর || রাষ্ট্রবিজ্ঞান || অনার্স ১ম বর্ষ || লোক প্রশাসন পরিচিতি || ২১১৯০৭ NU
Автор: College of Knowledge
Загружено: 2023-06-06
Просмотров: 3121
Описание:
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান
অনার্স ১ম বর্ষ
পত্রঃ লোক প্রশাসন পরিচিতি
পত্র কোডঃ ২১১৯০৭
জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রশ্নসমূহঃ
১। ‘এডমিনিস্ট্রেশন/ Administration’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ‘এডমিনিস্ট্রেশন/ Administration শব্দটি ল্যাটিন শব্দ Ad এবং Ministiare বা Ministratre শব্দদ্বয় থেকে এসেছে।
২। লোক প্রশাসন বলতে কি বোঝায়?
উত্তরঃ সরকারের সামগ্রিক কার্যাবলিকে লোক প্রশাসন বলে।
৩। বেসরকারি প্রশাসন কী?
উত্তরঃ কোন বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাকে বেসরকারি প্রশাসন বলে।
৪। POSDCORB- বলতে কি বোঝায়? এর বাংলা প্রতিশব্দ কি?
উত্তরঃ P
P = Planning – পরিকল্পনা প্রণয়ন
O = Organization – সংগঠন
S = Staffing – কর্মী সংগঠন
D = Directing – নির্দেশনা প্রদান
Co = Co-ordinating – সমন্বয় সাধন
R = Reporting – প্রতিবেদন পেশ
B = Budgeting – বাজেট প্রণয়ন
৫। ‘POSDCORB’- এর প্রবক্তা কে?
উত্তরঃ ‘POSDCORB’- এর প্রবক্তা হচ্ছেন লুথার গুলিক। (Luther Gulick)
৬। লোক প্রশাসনে কে ক্লাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন?
উত্তরঃ লুথার গুলিক।
৭। ল্যাটিন ‘Ad’ এবং ‘Ministiare’ শব্দ দুটির অর্থ কী?
উত্তরঃ ল্যাটিন ‘Ad’ এবং ‘Ministiare’ শব্দের অর্থ যথাক্রমে ‘সেবা’ এবং ‘ব্যবস্থাপনা।’
৮। লোক প্রশাসনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ লোক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় উদ্দেশ্য সাধন করা।
৯। নব লোক প্রশাসন বিষয়ের বৈশিষ্ট্যগুলো কি?
উত্তরঃ নব লোক প্রশাসন বিষয়ের বৈশিষ্ট্যগুলো হলো, ১. নৈতিক দিক থেকে পূর্ণশিক্ষা অর্জন, ২. মূল্যবোধ ও নৈতিকতা, ৩. সামাজিক ন্যায়বিচার, ও ৪. যুক্তিভিত্তিক প্রশাসন।
১০। লোক প্রশাসনের বিকাশধারাকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? বা লোক প্রশাসনের ইতিহাসের স্তর কয়টি?
উত্তরঃ লোক প্রশাসনের ইতিহাসের স্তর পাঁচটি।
১১। বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ বেসরকারি প্রশাসনের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন।
১২। লোক প্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠা করেন কে? বা লোক প্রশাসনের জনক কে?
উত্তরঃ লোক প্রশাসন শাস্ত্রের জনক বা প্রতিষ্ঠাতা হলেন উড্রো উইলসন (Woodrow Wilson)।
১৩। সংগঠন কাকে বলে?
উত্তরঃ সংগঠন বলতে এমন এক ধরণের ব্যবস্থাকে বোঝানো হয়, যেখানে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অধিক সংখ্যক লোক সমষ্টিগতভাবে, সহযোগিতামূলক পরিবেশে কার্যসম্পাদনে নিয়োজিত থাকে।
১৪। সংগঠনের তত্ত্ব কয়টি?
উত্তরঃ সংগঠনের তত্ত্ব দুটি।
১৫। সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি?
উত্তরঃ সনাতন সংগঠনের স্তম্ভ চারটি। যথাঃ ১. শ্র্মি বিভাগ, ২. পদসোপান ৩. কাঠামো এবং ৪. নিয়ন্ত্রণের পরিধি।
১৬। সংগঠনের উদ্দেশ্য কী?
উত্তরঃ সংগঠনের প্রধান উদ্দেশ্য হলো সুনির্দষ্ট লক্ষ্য অর্জন।
১৭। সংগঠনের যেকোনো দুটি মূলনীতি উল্লেখ কর।
উত্তরঃ সংগঠনের যেকোন দুটি মূলনীতি হলো শ্রমবিভাগ ও পদসোপান।
১৮। লোকপ্রশান অধ্যয়নের দুটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তরঃ লোকপ্রশাসন অধ্যয়নের দুটি পদ্ধতি হলোঃ ১. আচরণগত পদ্ধতি, ২. ঐতিহাসিক পদ্ধতি।
১৯। সংগঠন সম্পর্কিত মতবাদ কয়টি ও কি কি?
উত্তরঃ সংগঠন সম্পর্কিত মতবাদ তিনটি। যথা : ১. সনাতন বা আনুষ্ঠানিক মতবাদ, ২. নব্য সনাতন বা অনানুষ্ঠানিক মতবাদ ও ৩. আধুনিক মতবাদ।
২০। সংগঠন কত প্রকার ও কি কি?
উত্তরঃ সংগঠন প্রধানত দুই প্রকার। যথাঃ ১. একক সংগঠন এবং বৃহদাকার সংগঠন।
গঠন প্রকৃতি অনুসারে সংগঠন দুই প্রকার। যথাঃ ১. আনুষ্ঠানিক সংগঠন এবং ২. অনানুষ্ঠানিক সংগঠন।
আবার কাজের প্রকৃতি অনুসারে সংগঠন দুই প্রকার। যথাঃ ১. সমান্তরাল সংগঠন/কার্যাত্মক সংগঠন এবং ২. উলম্ব এবং কেন্দ্রীয় সংগঠন।
২১। CPA- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CPA- এর পূর্ণরূপ হচ্ছে, Comparative public administration.
২২। ASPA এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ASPA এর পূর্ণরূপ হলো American Society for Public Administration.
২৩। BPSC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BPSC এর পূর্ণরূপ হলো Bangladesh Public Service Commission.
২৪। BPATC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BPATC এর পূর্ণরূপ হলো Bangladesh Public Administration Training Centre.
২৫। CAG- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ CAG- এর পূর্ণরূপ হলো- Comptroller and Auditor General.
২৬। BCS- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ BCS- এর পূর্ণরূপ হলো Bangladesh Civil Service.
২৭। ACR- এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ACR- এর পূর্ণরূপ হলো ‘Annual Confidential Report’ বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন।
২৮। পদসোপান নীতি কি?
উত্তরঃ পদসোপান নীতি বলতে কোন সংগঠনের পদের পর্যায়ক্রমিক স্তরবিন্যাসের নীতিকে বোঝানো হয়।
২৯। স্টাফ এজেন্সির কাজ কী?
উত্তরঃ লাইন এজেন্সিকে পরামর্শ দেয়া। স্টাফ এজেন্সি বুঝতে হলে আমাদের লাইন এজেন্সি সম্পর্কে জানতে হবে। সংক্ষেপে এই লাইন এজেন্সি ও স্টাফ এজেন্সি সম্পর্কে ধারণা দেয়া হলোঃ
যে কোন দেশের প্রশাসনিক ব্যবস্থায় প্রধান নির্বাহীর অধীনে দু’ধরনের কর্মচারী কর্মে নিয়োজিত থাকেন। এদের একদল কর্মচারীকে লাইন এজেন্সি এবং অপররদল কর্মচারীকে স্টাফ এজেন্সি হিসেবে অভিহিত করা হয়। লাইন এজেন্সি সাধারণত কর্তৃত্ব প্রয়োগ বা আদেশ প্রদান করে থাকে, আর স্টফ এজেন্সি লাইন এজেন্সিকে সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকে। সরকারি সংগঠনের ক্ষেত্রে লাইন এজেন্সি বলতে সেই সকল প্রশাসনিক এজেন্সিগুলোকেই বুঝায়, যেগুলো সরকারের প্রধান ও প্রাথমিক কার্যাবলির সাথে সংশ্লিষ্ট।
৩০। বিশেষজ্ঞ কে?
উত্তরঃ প্রশাসনিক কাজে নিয়োজিত বিশেষ জ্ঞানের অধিকারী ব্যাক্তি যেমন, বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ ইত্যাদি ব্যক্তিবর্গকে বিশেষজ্ঞ বলা হয়।
৩১। কর্তৃত্ব অর্পণ নীতি কী?
উত্তরঃ কর্তৃত্ব অর্পণ নীতির অর্থ হলো, পদসোপানিক ব্যবস্থায়, প্রত্যেক কর্মচারীকেই তাঁর কাজ সম্পাদন করতে সমর্থ হওয়ার মত যথেষ্ট কর্তৃত্ব প্রদান করতে হবে। সংগঠনের প্রধান অবশ্যই তার অধস্তনদের নিকট প্রয়োজনীয় মাত্রায় কর্তৃত্ব অর্পণ করবেন, অথচ তিনি সেই কর্তৃত্ব চর্চার উপর তাঁর তদারকির অধিকারও বজায় রাখবেন।
#my_facebook_page: / collegeofknowledgebd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: