Indian Museum Kolkata ।। The Oldest & Largest Museum In India ।। Kolkata Museum ।। Fivestar Studio
Автор: Fivestar Studio
Загружено: 2022-03-15
Просмотров: 88
Описание:
কলকাতার বিখ্যাত কিছু জায়গা গুলির মধ্যে অন্যতম জায়গা হল জাদুঘর। জাদুঘরে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া বিভিন্ন জিনিস সংগ্রহ করা আছে। এছাড়াও ব্রিটিশ আমলে বহু স্মৃতি এখানে সংগ্রহ করা আছে। এই সংগ্রহশালাটি ভারতের অন্যতম দর্শনীয় স্থান। এটি ভারতের সবচেয়ে পুরানো ও বড়ো মিউজিয়াম।
🔹 এই জাদুঘরটি তৈরির ইতিহাস :
১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এই জাদুঘর তৈরীর ভাবনা আসে। ১৭৯৬ সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি যাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন। ১৮০৮ সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। সেই বছরেই ভারত সরকার এশিয়াটিক সোসাইটিকে চৌড়াঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরীর জন্য জমি দেয়।
🔹 জাদুঘরটির অবস্থান :
১) শিয়ালদহ থেকে ধর্মতলাগামী বাস ধরে ধর্মতলায় নেমে 5 মিনিটের হাঁটা পথ।
২) দমদম থেকে মেট্রোয় উঠে স্প্লানেট মেট্রো স্টেশনে নেমে 5 মিনিটের হাঁটা পথ।
৩) হাওড়া স্টেশন থেকে বাসে করে 15 মিনিটের পথ।
🔹 দিন ও সময় :
প্রতি সোমবার দিনটিতে মিউজিয়াম বন্ধ থাকে। আর বাকি দিনগুলিতে মিউজিয়াম খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
🔹 টিকিট মূল্য :
৫ বছর বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য ২০ টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং বিদেশীদের জন্য ৫০০ টাকা। এছাড়া মোবাইলে ফটো তোলার জন্য ৫০ টাকা ও ডিএসএলআর এর জন্য ১০০ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে এবং ভিডিও করতে চাইলে ৫০০০ টাকা দিতে হবে।
আজকের পর্ব কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ 😊
#indianmuseum #kolkatamuseum #kolkata #oldestmuseuminindia #lagestmuseuminindia #museum #museuminkolkata #historicalplace #jadughor #indianmuseumkolkata #egyptianmummy #kolkatatouristplace #কলকাতাজাদুঘর #জাদুঘর
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: