শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল ||আল্লাহর রহমতের অজানা তথ্য | sammobadi TV । সাম্যবাদী টিভি
Автор: Sammobadi TV
Загружено: 2024-12-05
Просмотров: 82
Описание:
শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। শীতের রাত অনেক দীর্ঘ হয়, ফলে রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে নিয়ে শেষ প্রহরে আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এছাড়াও এই ঋতু কাজা রোজা আদায়ের সুবর্ণ সময়।
প্রাকৃতিক বৈচিত্র্য আল্লাহর দান। শীতকাল প্রকৃতির বিশেষ নিয়ামত। হজরত ওমর (রা.) বলেছেন, ‘শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমতস্বরূপ।’ শীত তো এমন গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ), যা কোনো রক্তপাত কিংবা চেষ্টা ও কষ্ট ছাড়াই অর্জিত হয়। সবাই কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এ গনিমত স্বতঃস্ফূর্তভাবে লাভ করে এবং কোনো প্রচেষ্টা বা পরিশ্রম ব্যতিরেকে তা ভোগ করে।
শীতকালে দিনের দৈর্ঘ্য বছরের যেকোনো সময়ের তুলনায় কম হয় এবং আবহাওয়া থাকে শীতল, যা রোজা রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী সময়। অপর দিকে শীতের রাত অনেক দীর্ঘ হয়, ফলে রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে নিয়ে শেষ প্রহরে আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এ কারণে হাদিসে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, ‘শীতকাল মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ: ১১৬৫৬) আরেকটু ব্যাখ্যা করে অন্য বর্ণনায় মহানবী (সা.) বলেছেন, ‘শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে।’ (শুআবুল ইমান: ৩৯৪০) পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কাজা রোজা আদায়ের নির্দেশ দিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে (রমজানে) থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে (কাজা আদায় করবে)। আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)
এ ছাড়া শীতকালে বেশি নফল রোজাও রাখা যেতে পারে; বিশেষ করে প্রতি মাসের যে দিনগুলোতে নবী (সা.) রোজা রাখতে ভালোবাসতেন। যেমন চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের রোজা, যাকে ফিকহের পরিভাষায় ‘আইয়ামে বিজের রোজা’ বলা হয়। এছাড়া সাপ্তাহিক রোজা যেমন সপ্তাহের সো
ম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত।
#viralvideo #islamicnames #islam #islamic #videos #funny #foryou #foryoupage #foryouchenel
#foryou
Sammobadi TV
সাম্যবাদী টিভি
সাম্যবাদী টিভি
#সাম্যবাদীটিভি
#টিভি
#tv
#news #newsupdate
#live
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: