ঘর বাড়ি শয়তান ও জ্বীনের উৎপাত থেকে হেফাজতের দোয়া /বিপদ থেকে হেফাজতের দোয়া।
Автор: Little Maktab
Загружено: 2024-07-08
Просмотров: 1834
Описание:
ঘর বাড়ি শয়তান ও জ্বীনের উৎপাত থেকে হেফাজতের দোয়া /বিপদ থেকে হেফাজতের দোয়া।
দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন। এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন।
মানুষ বাড়ি-ঘরে বসবাস করে। বাড়ি-ঘর নিরাপদ রাখা জরুরি বিষয়। তাই ঘর বাড়ি হেফাজতের দোয়া পড়া আবশ্যক।
মানুষ বাড়ি-ঘরে বসবাস করে। বাড়ি-ঘর নিরাপদ রাখা জরুরি বিষয়। তাই ঘর বাড়ি হেফাজতের দোয়া পড়া আবশ্যক। ঘর-বাড়ি হেফাজত করতে নিচের দোয়াটি পড়া।
اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، عَلَيْكَ تَوَكَّلْتُ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، مَا شَاءَ اللهُ كَانَ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ও আনতা রাব্বুল আরশিল আজিম, মা-শা-আল্লাহু কানা, ওয়ামা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহিল আলিঈল আজিম, আআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাই ইন ক্বাদির ও আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাই ইন ই’লমা, আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি নাফসি ওয়ামিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিজুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বিআলা সিরাতিম মুস্তাকিম।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আপনার উপর ভরসা করলাম, আপনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ্ তাআ’লা যা ইচ্ছা করেন, তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না, আল্লাহ তাআলার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নাই, জেনে রেখো যে আল্লাহ্ তাআ’লা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান, তার জ্ঞান সমস্ত জিনিসব্যাপ্ত।
হে আল্লাহ! আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন; নিশ্চয়ই আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন।
#বাড়ি_হেফাজতের_দোয়া
#হেফাজতের_দোয়া
#dua
#dua_amol
#quran
#islamic_video
#islamic_dua
#ayatul_kursi
#ইস্টাগফর
#zikir
#muslim
#istegfar
#amol
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: