কাশিপুর ব্লকের অন্তর্গত জীবন পুর গ্রামের স্বেচ্ছাসেবী রূপে অরূপ মন্ডল || Purulia today ||8509665370
Автор: Purulia today
Загружено: 2020-04-21
Просмотров: 159
Описание: মহামারী করোনা ভাইরাসের কারণে যে সময় মানুষ খাদ্যের অভাবে গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছিল, ঠিক সেই মুহুর্তে অনাহারে থাকা অসহায় গরীব মানুষদের খাদ্য সামগ্রী দান করিল, কাশিপুর ব্লকের অন্তর্গত জীবন পুর গ্রামের শ্মশান কালী মন্দির থেকে স্বেচ্ছাসেবী রূপে অরূপ মন্ডল। তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শ্মশান কালী মন্দির কমিটির বেশ কয়েকজন সদস্য। এই খবর কানাকানি প্রচলিত হওয়াতে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের গরিব মানুষেরা অরূপ মন্ডল এর প্রতি তাদের দিনযাপন করিবার জন্য খাদ্যদ্রব্য সাহায্যের জন্য আবদার জানাই। তারই কারণে সমস্ত দায়িত্ব ভার ক্ষুদ্র সাপ্লায়ার ব্যবসায়ী অরূপ মন্ডল এর ওপর এসে পড়ে। যথাসাধ্য এই ক্ষুদ্র ব্যবসায়ী আদ্রা রেলওয়ে শহরের অন্তর্গত আশেপাশের বারোটি গ্রামের মধ্যে যেমন জীবনপুর,রিটারমেন্ট কলোনি, রামসিনীভেলাগড়া, জিয়ারা প্রভৃতি গ্রামের 700 গরিব মানুষদের চাল, ডাল, সোয়াবিন, সাবান এবং একটি করে মাক্স দিয়ে তাদের সেবায় কৃতিত্ব অর্জন করে। মহামারী দুর্যোগের সময়ে গরিব মানুষদের কাছ থেকে আশীর্বাদ এবং ভালোবাসা গ্রহণ করে এই ক্ষুদ্র ব্যবসায়ী অরূপ মন্ডল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: