জাতীয় ঐক্যের বার্তা ও নির্বাচনী প্রস্তুতি ঘোষণা করলেন মামুনুল হক | Bangladesh News 24
Автор: Bangladesh News 24
Загружено: 2025-06-29
Просмотров: 83
Описание:
জাতীয় ঐক্যের বার্তা ও নির্বাচনী প্রস্তুতি ঘোষণা করলেন মামুনুল হক | Bangladesh News 24#বাংলাদেশ #রাজনীতি
বাংলাদেশ খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং ইসলামি মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছে।
২৯ জুন রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের আমির মাওলানা মামুনুল হক এ ঘোষণা দেন। প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
মাওলানা মামুনুল হক বলেন, দীর্ঘদিন দলটি দমন-নির্যাতনের শিকার হয়েছে, তবু তারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে চায়। তিনি রিকশা প্রতীকে নির্বাচন করার কথা জানান, তবে বৃহত্তর ইসলামি ঐক্যের ভিত্তিতে সমঝোতার পক্ষেও প্রস্তুতির কথা বলেন।
তিনি সংসদের দ্বিকক্ষীয় কাঠামো ও আংশিক পিআর সিস্টেম চালুর পক্ষে মত দেন, যাতে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচন সম্ভব হয়।
সকাল ১০টা থেকে নির্বাচনে আগ্রহী তিন শতাধিক প্রার্থীকে নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: