Corona | করোনা | Kobi Zahirul Hossain Khan | Bangla Kobita Abritti | Md Iqbal Hasan Tuhin
Автор: ZHKN Poems
Загружено: 2020-05-04
Просмотров: 104
Описание:
বিশ্বব্যাপী মহামারী নিয়ে লেখা বাংলা কবিতা "করোনা"
Please Subscribe to my Channel and Enjoy more Bengali Poem.
Click Here For Subscription: / @zhknpoems
Poem: Corona
Poet: Kobi Zahirul Hossain Khan
Elocution : Md Iqbal Hasan Tuhin
"করোনা"
করোনা কারো করে না করুণা
ভালোবাসে যারে আঁকড়ে ধরে তারে,
কিছুতেই ছাড়ে না
টেনে হিঁচড়ে যায় নিয়ে মৃত্যুর দোয়ারে।
করোনা এক বিস্ময়, বিব্রত করে এমন ভাইরাস
ক্ষমতায় তার তুলনা অন্য কিছুই হয় না
আপন গতিতে চলে জ্বর কাশি সর্দি,শ্বাসকষ্ট আর গায়ের ব্যথাতে
পাবে তারে লুকিয়ে আছে, বিশেষ যন্ত্রেও ধরা দিতে চায় না।।
করোনা ভাইরাস বড়ই নির্মম আর নিষ্ঠুর
পৃথিবীজুড়ে চলছে তার ভয়াবহ তান্ডব,
মহা শক্তিধর ধনাঢ্য রাষ্ট্রকেও করেছে অচল
মহা বিপর্যয়ের মুখে, দেশের কর্ণধার আছে শোকে
হারিয়ে ক্ষমতার গৌরব।
যে দেশেই হয়েছে তার স্থান, সে দেশটিকেই করেছে শ্মশান
অর্থ বৈভব পারেনি রাখে ধরে, মৃত্যুর লাশ রেখেছে স্তুপাকারে,
চীন স্পেন ইতালি আরও শতাধিক দেশে ভাইরাস করে উল্লাস
হাজার হাজার মানুষ করেছে গ্রাস, শুনলেই বুক শিহরে।
নেই কোন শক্তি , ভাইরাসকে করে বিভক্তি
শুধু পারে, যদি সচেতনতা বারে,
সারাক্ষণ হাত মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার রাখে
স্রষ্টাকে ডাকে আর সরকারের নির্দেশনাগুলো যদি মান্য করে।
করোনার ভয়ে প্রবাসীরা দেশে ফিরে
থাকবে আপনজন ঘিরে,
যা হবার হবে, মরবে একত্রে সবে
এ ভেবে পাড়ি দিলো ঢাকা শহরে।
ভাগ্যের নির্মম পরিহাস, তাঁদের সংস্পর্শে এসে অন্যরাও হচ্ছে লাশ, এখানে সেখানে কথা চলছে বেফাঁস,
ভাইরাসের বিজয়ের উল্লাস, নির্বোধ মানুষগুলো নিজেরাই নিজেদের আনে ডেকে সর্বনাশ।
আমরা বাঙ্গালী দরিদ্র জাতি, নেই আমাদের ক্ষমতার ক্ষ্যাতি
বিশ্বাস আর ভালোবাসার আছে দ্যুতি,
তবুও কিছু জন , রাজনীতির নামে করে প্রহসন
অন্যের গীবত করা আর দোষ খোঁজে সারাক্ষণ,
ভাবে না নিজের পরিণতি।
পৃথিবীর গোটা মানবজাতি আজ অসহায় বিপন্ন
করোনার ছোবলে বিপর্যস্ত, মহাজ্ঞানীরাও আজ পরাস্ত
যেন মানুষ আর অদৃশ্য শক্তির যুদ্ধ
মানুষ তার নীতিবোধের কারনে হচ্ছে অপদস্ত।
দাম্ভিকতা, হীনমন্যতা আর কূট কৌশলী পারেনা
করোনাকে করে স্পর্শ,
স্রষ্টার দেয়া শাস্তি চারদিকে আহাজারী আর অশান্তি
তবুও মানুষ হয় বৃন্তচ্যুত, বিভ্রান্তে থাকে আদর্শ।
Follow Me on Facebook: / zahirulhossa. .
#bengalipoemabritti #banglapoem #corona #poemrecitation #banglakobita #banglakobitaabritti #recitation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: