শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি বাড়ি, ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট।
Автор: ধর্মের জয়
Загружено: 2025-07-18
Просмотров: 269
Описание:
আজ আমরা একটি ভিডিও আপলোড দিচ্ছি সেটি হলো একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়িতে এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদা শ্রী উপেন্দ্র মিশ্র ও ঠাকুমা শোভা দেবী বাস করতেন। উনারা এখানে মূলত ঈশ্বর সাধনার জন্য আসছিলেন। উনাদের এক পুত্র জগন্নাথ মিশ্র ও পুত্রবধু শচীদেবীর কোল আলো করে ১৪৮৬ ইংরেজি সনের ১৮ ফেব্রুয়ারী শ্রী চৈতন্য মহাপ্রভুর আভির্ভাব ঘটে। যদিও চৈতন্য মহাপ্রভুর ( নিমাই) জন্ম ভারতের নদীয়ায়। কিন্তু তিনি মাতৃগর্ভে আসেন ঢাকাদক্ষিণের এই বাড়িতেই। পরে স্বপ্নাদেশ পেয়ে শোভাদেবী পুত্রবধুকে নদীয়ায় পাঠান। শ্রী চৈতন্য দেব যখন পূর্ববঙ্গ ভ্রমণে আসেন তখন এই বাড়িতে উনার ঠাকুমা শোভা দেবীকে দর্শনের জন্য আসেন। সেই থেকে এই স্থানটি একটি ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে পরিচিত। জানা যায় যে এই স্থানে প্রায় পাঁচশ বছর পূর্বে ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের শ্রী যুক্ত কৃষ্ণ চরণ রায়ের প্রথমা স্ত্রীর টাকা দ্বারা মন্দিরটির কাজ সম্পাদিত হয়।
#sonatoni #ধর্মের #motivation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: