হারানো ভালোবাসা ছায়া | Harano Bhalobashar Chhaya | Sad Song | Sawon Music and Song
Автор: Sawon Music and Song
Загружено: 2025-09-12
Просмотров: 131
Описание:
হারানো ভালোবাসা ছায়া | Harano Bhalobashar Chhaya | Sad Song | Sawon Music and Song
🎵 Song Title: Harano Bhalobashar Chhaya
🎤 Vocals: Raiyan
🎼 Music Produced by: Sawon
🎹 Instrumental & Mix: Suno AI (LoFi Version)
✍️ Lyrics Written by: Sawon
🎧 Genre: LoFi / Emotional / Heartbreak
📀 Label: Sawon Music and Song Originals
Lyrics:
অন্ধকারে বসে আমি
তোমার স্মৃতি গুনি প্রতিদিন,
ফিরে আসবে জেনেও জানি
তুমি আসবে না আর কোনোদিন।
হৃদয় আমার ভেঙে গেছে
তবুও রাখি তোমারই ছবি,
ভালোবাসা যদি পাপ হয় তবে
আমি সেই পাপী, শুধু তোমারই জন্যে রবি।
*কোরাস:*
তুমি ছাড়া এই পৃথিবী
কেন যেন ফাঁকা লাগে,
তুমি ছাড়া এই নিশ্বাস
শূন্যতায় মিশে যায় ভাগে।
বারবার খুঁজে ফিরি তোমায়
একা পথের মোড়ে দাঁড়িয়ে,
তুমি ছাড়া কিছুই নেই
আমি শুধু হারাই কাঁদিয়ে।
কত রাত কাটে জেগে
শুধু তোমায় ভেবে ভেবে,
কত স্বপ্ন ভাঙে চোখে
অশ্রু জমে নদী বেয়ে।
শেষবার যদি বলতাম তুমি
"থেকে যাও, ভেঙো না মন",
তবুও হয়তো চলে যেতে
তুমি খুঁজে নিলে অন্য গগন।
*কোরাস রিপিট*
তুমি ছাড়া এই পৃথিবী
কেন যেন ফাঁকা লাগে,
তুমি ছাড়া এই নিশ্বাস
শূন্যতায় মিশে যায় ভাগে।
বারবার খুঁজে ফিরি তোমায়
একা পথের মোড়ে দাঁড়িয়ে,
তুমি ছাড়া কিছুই নেই
আমি শুধু হারাই কাঁদিয়ে…
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: