দ্যাশের কথা : শুভশ্রী – Dyasher Kotha
Автор: Shree Basu
Загружено: 2021-06-06
Просмотров: 481
Описание:
কবিতা - দ্যাশের কথা
কবি - অপূর্ব দত্ত
কবিতা পাঠে – শুভশ্রী
শোনেন শোনেন বাবুমশাই
দ্যাশের কথা কই,
চাইরদিকে আজ ঝুট ঝামেলা
নেপোয় মারে দই,
আহা, নেপোয় মারে দই।
রথের নামে মন্ত্রী চালান
অশ্বমেধের ঘুড়া,
রগড় দেইখ্যা হাইস্যা মরে
জোয়ান মরদ বুড়া,
আহা, জোয়ান মরদ বুড়া।
আছিল এক ভাবুক কবি
শান্তিনিকেতনে,
নোবেল প্রাইজ খুইয়্যা অখন
মরতাছে ট্যানশনে,
আহা, মরতাছে ট্যানশনে।
কইব কী আর দ্যাশের যত
কেষ্ট এবং বিষ্টু,
চুরির টাকায় দুই বেলা খায়
চিকেন মটন ইষ্টু,
আহা, চিকেন মটন ইষ্টু।
স্ট্যাম্প প্যাপারে ক্যালেঙ্কারি
প্রশ্নপত্র ফাঁস,
সামনে শোনাও মধুর বচন
পিছনে দাও বাঁশ,
আহা, পিছনে দাও বাঁশ।
দ্যাশের চিত্র দেইখ্যা মশাই
হাসেন নাকি কাঁদেন,
আমাগো রামরাইজ্যে অখন
হাজার হাজার লাদেন,
আহা, হাজার হাজার লাদেন।।
আমার আবৃত্তি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: