দুই বিঘা জমি ▻ Dui Bigha Jomi ▻ রবীন্দ্রনাথ ঠাকুর ▻ Rabindranath Tagore ▻ Foysal Aziz's Recitation
Автор: VoiceArt
Загружено: 2021-03-31
Просмотров: 9891
Описание:
ফেইসবুক: / faysalazizrecitation
ভয়েস আর্ট ইমেইল: [email protected]
কবিতা : দুই বিঘা জমি (Poem : Dui Bigha Jomi)
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর (Poet : Rabindranath Tagore)
আবৃত্তি : ফয়সাল আজিজ (Foysal Aziz)
শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে।
কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।
শুনি রাজা কহে, বাপু, জানো তো হে, করেছি বাগানখানা,
......
......
......
কহিলাম তবে, আমি তো নীরবে দিয়েছি আমার সব-
দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব!
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ
বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন।
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়!
বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: