Hotel Grand Sultan Sreemangal
Автор: Repon Traveler bd
Загружено: 2021-09-27
Просмотров: 219
Описание:
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের বিলাসবহুল এই রিসোর্টে বিনোদনের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। ২০১৩ সালের ২৫ শে ডিসেম্বর যাত্রা শুরু করে প্রথম বছরেই ওয়ার্ল্ড লাক্সারি হোটেল এওয়ার্ড ২০১৪ অর্জন করে নেয়।গ্রান্ড সুলতান রিসোর্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রায় ১৩.২ একর জায়গার ওপর এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। আট ধরণের বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫ টি কক্ষ রয়েছে। পরিবারের সবাই কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে আপনার ছুটির দিনের সময়টুকু প্রকৃতির কাছে থেকে আনন্দে কাটাতে চাইলে চলে যেতে পারেন গ্রান্ড সুলতান টি রিসোর্টে।
রুম ভাড়া ও সুযোগ-সুবিধা
বিভিন্ন মানের সুযোগ-সুবিধাসহ এখানে মোট ১৩৫ টি কক্ষ রয়েছে । ভাড়া ২৪,০০০_৭৮,০০০ টাকা।
বিভিন্ন সময় ও উপলক্ষে রুম ভাড়ার উপর থাকে ২৫-৫০% ডিসকাউন্ট।
আশেপাশে দর্শনীয় স্থান
•লাউয়াছড়া জাতীয় উদ্যান।
•মাধবপুর লেক।
•জাতীয় চা গবেষণা ইনস্টিটিউট।
#কিভাবে_যাওয়া_যায়
ঢাকা থেকে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল রেল স্টেশন।
বাসে করে ঢাকা থেকে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি নন এসি বাসে করে শ্রীমঙ্গল।
চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে শ্রীমংগল যেতে পারবেন। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমংগল যেতে পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেন ভাড়া ক্লাস অনুযায়ী ২৫০ থেকে ১১০০ টাকা।
যোগাযোগ
Grand Sultan Tea Resort & Golf Srimongal, Moulvibazar- 3210, Bangladesh.
For Reservation: +88 01730 793501-4
For Corporate or Group Event: +88 01730 793555
US: +17182456765
UK: +44 7024060680
Japan: +81 9098182749
Fax: +88 08626 73020
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: