৭ দিনের রিমান্ডে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত | News |
Автор: BANGLAR ১০
Загружено: 2024-09-17
Просмотров: 1281
Описание:
@banglarnews10 হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কড়া পুলিশি পাহারায় তিনজনকে সিএমএম আদালতে তোলা হয়।
পুলিশ আদালতের কাছে তিনজনকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনজনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুকে রমনা থানার হত্যা মামলায় ও শ্যামল দত্তকে ভাষাণটেক থানার হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালতে উপস্থিত আইনজীবীদের মাধ্যমে জানা যায়, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত দাবি করেন, আমি কখনো সরকারি সুবিধা নিইনি এবং কোনো চাটুকারিতা করিনি।
অপরদিকে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, জয় বাংলা, জয় হিন্দ— সম্পর্কে আমার বক্তব্য ম্যানুপুলেট করা হয়েছে।
এদিন শুনানি চলাকালে আইনজীবীরা বলেন, ‘শাহরিয়ার কবির ইসলাম বিদ্বেষী মানুষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক। আলেম, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে তার সব কথা।’
তখন শাহরিয়ার কবির আদালতকে বলেন, আমি একশ’র ওপরে বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি।
উল্লেখ্য এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
একইদিন অবৈধ পথে ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে আটক হন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। দাড়ি-গোঁফ কেঁটে ছদ্মবেশে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।
#শাহরিয়ার_কবির #রিমান্ড #মোজাম্মেল_বাবু #শ্যামল_দত্ত #আদালত #রাজনীতি #news #banglar১০
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: