বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত,চট্টগ্রাম |সহস্রধারা ঝর্ণা ২ | Sohosrodhara Waterfall 2
Автор: Saiful islam Chowdhury
Загружено: 2021-10-16
Просмотров: 325
Описание:
সহস্রধারা ঝর্ণা ২ | Sohosrodhara Waterfall 2
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ব্রিজ এই সৈকতের মূল আকর্ষণ হল প্রায় আধা কিলোমিটার দীর্ঘ একটি ব্রীজ ,এই ব্রীজটি জোয়ারের সময় পানির নিতে ডুবে যায় এবং ভাঁটার সময় আবার জেগে উঠে । আপনি সুমুদ্রে না নেমেই সমুদ্রের উপর হেটে যেতে পারবেন যেটা দর্শনার্থীদের কাছে রোমাঞ্চ কর । পাশাপাশি ভাঁটার সময় একটা সমুদ্র সৈকতও জেগে উঠে যেটা দেখতে কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো বড় না হলেও এখানে রয়েছে কক্সবাজার কিংবা কুয়াকাটার মতো বড় বড় ডেউ যেটা আপনার মনকে উৎফুল্ল করবে ।
সময়ের সল্পতার কারণে আমাদের যেতে দেরি হবার কারণে এই ভিডিওতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ব্রিজ দেখাতে পারিনি
যেভাবে যাবেন
চট্টগ্রাম শহর থেকে ২৫ কি.মি. উত্তরে একটি ছোট্ট বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার। এই বাজারের মধ্য দিয়ে সরু পিচ ঢালা পথে মাত্র ১৫ মিনিটে পৌঁছানো যায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকুলে।
ঢাকা থেকে: চট্টগ্রাম গামী যেকোন বাসে উঠে বাঁশবাড়িয়া অথবা সীতাকুণ্ড নেমে একই ভাবে রিকশা বা সিএনজি যোগে সরাসরি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত জাওয়া যায়
কোথায় থাকবেনঃ বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ব্রিজ এ গেলে
সীতাকুণ্ড বাজার গেলে সেখানে হোটেল সাইমুন আছে। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে আসতে হবে। আপনি আপনার বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের হোটেলটি।
#bashbaria_beach #bashbaria_soikot #বাঁশবাড়ীয়া_সমুদ্র_সৈকত #সহস্রধারা_ঝর্ণা #Sohosrodhara_Waterfall_2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: