How to make crochet baby dress /frock for girls part 1 কুশিকাটার বাচ্চাদের ফ্রক
Автор: Mehtaj Mitu
Загружено: 2021-06-13
Просмотров: 1936
Описание:
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি
crochet baby dress part 1 আমি তিন বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট বা বড় বেবিদের জন্য বানাতে পারেন সেই ক্ষেত্রে বাচ্চার ব্যবহৃত ড্রেসের গলার মাপ নিয়েনিবেন ইঞ্চি টেপ দিয়ে, মেপে যত ইঞ্চি হয় সেই অনুযায়ী চেন নিবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে এমন সংখ্যায় চেন নিবেন যেন তা চার দিয়ে ভাগ করলে সহজেই মিলে যায়। তাতে যদি দুই একটা চেন মাপ থেকে বেশি নিতে হয় নিবেন এরপর আপনাকে আরো বারতি ৮টি চেন নিতে হবে। এই ৮টি চেনের ৬টি চেন বাটন ঘরের জন্য এবং দুইটি চেন প্রথম ডাবল ক্রুসেট নেয়ার জন্য কাজে লাগবে।
হাতাটাও মেপে নিবেন বাচ্চর ব্যবহৃত ড্রেস থেকে ইঞ্চি টেপ দিয়ে। যদি আমার দেখানো মাপটি বড় মনে হয় ইয়োক বানানোর সময় দুই একটি লাইন কমিয়ে নিবেন। আর যদি ছোট মনে হয় তাহলে হাতার যেখানে আমি ডাবল ক্রুসেট করে জোড়া দিয়েছি ডাবল ক্রুসেট না করে দুইটি অথবা তিনটি চেন করে জোড়া দিবেন বাকি সবটাই ভিডিওতে যেমন দেখানো হয়েছে তেমনি হবে
আমার ফেইসবুক গ্রুপের লিংক
/ 97290708980776
কুশিকাটার হাতেখড়ি / crochet beginner
• Crochet beginner
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: