মাত্র ৩৫ দিনে টবে বরবটির বাম্পার ফলন ধরবে - টবে বরবটি চাষ ও পরিচর্যা পদ্ধতি - Long Bean Cultivation
Автор: Krishi Poribar
Загружено: 2024-05-07
Просмотров: 4044
Описание:
মাত্র ৩৫ দিনে টবে বরবটির বাম্পার ফলন ধরবে - টবে বরবটি চাষ ও পরিচর্যা পদ্ধতি - Long Bean Cultivation
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৩৫ দিনে টবে বরবটির বাম্পার ফলন পাবেন।
পরিবারের সবজির চাহিদা মেটাতে আপনারা টবেই বরবটি চাষ করতে পারেন। নেই মাচা তৈরি বা পরিচর্যার ঝামেলা।
হাইব্রিড জাতের বরবটি চাষের কথা ভাবতেই প্রথমে সামনে আসে জমি নির্ধারণ, মাচা তৈরি বা অন্যান্য আরো অনেক প্রস্তুতির কথা।
কিন্তু এখন ছোট ছোট টবেই চাষ করা যায়। আপনারা বাসার ছাদে বারান্দায় খাটো জাতের বরবটি চাষ করতে পারেন।
অভিনব কৌশলে টবে বরবটি চাষ করলে বড় মাচার বদলে দরকার হবে একটি ছোট্ট কাঠি। ফল পাওয়া যাবে টানা ছয় মাস।
আপনারা বছরের যে কোন সময় বাসার ছাদের টবে বারোমাসি বরবটি চাষ করতে পারবেন।
তার জন্য দরকার সর্বনিম্ন ৮ থেকে ১২ ইঞ্চি আকারের একটি টব। টবে যেকোনো ধরনের মাটি ব্যবহার করতে পারবেন।
তবে এটেল দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে বরবটি ফলন বেশি পাওয়া যাবে।
টবে কয়টি বরবটি বীজ লাগাবেন সেটা নির্ভর করবে টবে সাইজের উপর, যদি টব বড় হয় তবে একটু বেশি পরিমাণ বীজ লাগাবেন।
বরবটি বীজ বপণের চার থেকে পাঁচ দিনের মাথায় চারা গজাবে।
গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠলে খুঁটি দিতে হবে, আপনারা খুটি হিসেবে বাঁশ ব্যবহার করতে পারেন।
পরিচর্যার অংশ হিসেবে শুরুতে বরবটি গাছে ইউরিয়া, টিএসটি বা পটাশ সার দিলেই চলবে, তবে সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিতে পারেন।
গাছে ফলন ধরবে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে। একেকটি বরবটির দৈর্ঘ্য হবে গড়ে ১০ থেকে ১৪ ইঞ্চি।
অব্যশই রোদ ও ছায়া পায় এমন যায়গায় বরবটি গাছ রাখতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: