🇭🇷 ক্রোয়েশিয়ায় অতিদ্রুত ২৫ জন দক্ষ ট্যাক্সি ড্রাইভার প্রয়োজন ll Croatia Job Visa Update-2023 ll GH
Автор: Global Holiday
Загружено: 2023-05-16
Просмотров: 428
Описание:
সেনজেন দেশ ক্রোয়েশিয়ার জব ভিসা
--------------------------------------------------------
ভিসা ক্যাটাগরি: কনস্ট্রাকশন/গার্মেন্টস/বেকারী/জুতার ফ্যাক্টরি/কোকাকোলা কোম্পানী
#কাজ : ট্যাক্সি ড্রাইভার, স্টিল ফিক্সার, ক্রেন অপারেটর, মোবাইল টাওয়ার অপারেটর, ওয়েল্ডার, মেশন, পাল্বার, কার্পেন্টার, পাইপ ফিটার, টাইলস ইন্সট্রলার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার ইত্যাদি।
#অভিজ্ঞতা : অভিজ্ঞ/অনভিজ্ঞ।
#পদ সংখ্যা : সীমিত।
#বেতন : বেসিক ৬০০-১৪০০ ইউরো (কাজ ভেদে)
#থাকা ও খাওয়া : কোম্পানী
#চিকিৎসা ও ইন্সুরেন্স : কোম্পানী
#ডিউটি : ৮ ঘন্টা+ওভারটাইম (সপ্তাহে ৫দিন)
#প্রসেসিং সময় : ফ্লাইট পর্যন্ত ৮-৯ মাস ইনশা-আল্লাহ (দিল্লীতে অবস্থিত ক্রোয়েশিয়া ও বাংলাদেশ এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেশন হওয়ার পর ৩.৫ থেকে ৪ মাসের মধ্যেই পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ। তারপর ক্রোয়েশিয়ান এম্বাসি ফেস করতে ইন্ডিয়া যেতে হবে)।
#যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেশন করা থাকে তাহলে ৩ থেকে ৩.৫ মাসের মধ্যেই পারমিট ইস্যু হয়ে যাবে ইনশাআল্লাহ।
#পিসিসি এটেস্টেশন খরচ: যাত্রী দিবে।
#এম্বাসি ফেস: যাত্রী নিজে এম্বাসি ফেস করবে (পাসপোর্ট জমা দিবে এবং উত্তোলন করবে)।
#ইন্ডিয়া যাতায়াত: ইন্ডিয়ার সকল খরচ যাত্রী বহন করবে (ইন্ডিয়ার ভিসা, যাতায়াত, থাকা-খাওয়া, এম্বাসি ফি, ইন্সুরেন্স ফি ইত্যাদি)
#ম্যানপাওয়ার ও ফ্লাইট : বাংলাদেশ থেকে (চেষ্টা করবো ইন্ডিয়া থেকে ফ্লাইট দিতে)।
#এয়ার টিকিট: আমরা বহন করবো।
#শিক্ষাগত যোগ্যতা: পড়তে-লিখতে জানলেই হবে! তবে অভিজ্ঞ লোকদের কদর আলাদা।
#বয়স: ২০-৪৫ বছর।
#প্রয়োজনীয় কাগজপত্র: (১) পুলিশ ক্লিয়ারেন্স (২) পাসপোর্ট (৩) সদ্যতোলা ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)। (35mm-45mm, ম্যাট পেপার) (৪) এনআইডি বা বার্থ সার্টিফিকেট (৫) কাজের অভিজ্ঞতার (সনদ যদি থাকে)।
--------------------------
⭐প্যাজেজ-০১ :
--------------------------
১৩ লক্ষ টাকা (ইন্ডিয়া যাওয়া আসা, থাকা-খাওয়া, এম্বাসি, ইন্সুরেন্স, এয়ার টিকিট, যাতায়াতসহ সকল খরচ আমাদের। ইন্ডিয়া থেকে ফ্লাইট হবে ইনশাআল্লাহ। সময়: ৪-৫ মাস। ফ্লাইট পর্যন্ত। অগ্রিম: ২ লাখ টাকা, পারমিট আসার পর ২ লাখ টাকা। বাকী টাকা ভিসা হওয়ার পর)। যাত্রী শুধু পুলিশ ক্লিয়ারেন্স এটেস্টেশন খরচ এবং ইন্ডিয়ার ভিসার খরচ বহন করবে।
--------------------------
⭐প্যাজেজ-০২ :
--------------------------
১০ লক্ষ টাকা (পুলিশ ক্লিয়ারেন্স এটেস্টশন খরচ, ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়া যাওয়া-আসা, থাকা-খাওয়া, এম্বাসি, ইন্সুরেন্স, যাতায়াতসহ সকল খরচ যাত্রী বহন করবে। ইন্ডিয়া থেকে ফ্লাইট হবে অথবা বাংলাদেশে এসে ম্যান পাওয়ার করে ফ্লাইট হবে ইনশাআল্লাহ। সময়: ৮-৯ মাস ফ্লাইট পর্যন্ত। অগ্রিম: ১ লাখ টাকা, পারমিট আসার পর ১ লাখ টাকা। বাকী টাকা ভিসা হওয়ার পর)। এয়ার টিকিট, পারমিট ও ম্যানপাওয়ার খরচ: আমরা বহন করবো।
#উভয় পক্ষের মধ্যে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তি হবে (ফাইল জমা করার প্রস্তুতি থাকলে আসার সময় ১০০ টাকার তিনটি স্টাম্প সাথে করে নিয়ে আসবেন। অবশ্যই অভিভাবক সাথে আনবেন)
#বাংলাদেশ থেকে ফ্লাইট দেয়ার ক্ষেত্রে BMET-তে ১ লাখ টাকা ডিপোজি করতে হয় যা ১ বছর পর নমিনী উত্তেলন করতে পারবে। আর ক্রোয়েশিয়া থেকে পালিয়ে গেলে সেই টাকা মার যাবে। এই টাকা যাত্রী ডিপোজি করবে তার নিজের একাউন্টে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে সুতরাং আশা করা যায় ডিপোজিটের ১ লাখ টাকা উঠে যেতে পারে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ক্রোয়েশিয়ার জেন্যুইন খরচ (১০ লাখ টাকার প্যাকেজের ক্ষেত্রে):
১. পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন: ২০-২২,০০০/-
২. প্রসেসিং খরচ: ১০,০০,০০০/- (দশ লাখ)
৩. ইন্ডিয়া খরচ: ৭০-৮০,০০০/-
৪. বিএমইটিতে ডিপোজিট: ১,০০,০০০/- (আগামীতে এটা উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি)।
-------------------------------------------------------------------------------------------------------------------------------
বাংলা টাকা : ১ ইউরো =১২৩ টাকা (+/-)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
#শুধুমাত্র আগ্রহীগণ যোগাযোগ করুন:
Global Holiday Limited
Chowdhury Mall (Lift-6), 43 Hatkhula Road, Tikatuli, Dhaka-1203, Bangladesh
(Near Rajdhani Market)
Hotline: +8801618888201,8801618888202, 8801618888203 (Call & WhatsApp Message)
If Emergency: +8801601477002 (No Call, WhatsApp Message only)
Email: [email protected]
Website: http://www.globalholidaybd.com
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ইউটিউব চ্যানেল লিংক:
Europe Update : https://www.youtube.com/ @EuropeUpdateBD
Global Holiday : https://www.youtube.com/ @GlobalHolidayBD
Visa Info : https://www.youtube.com/ @visainfo8255
Euro Bangla : https://www.youtube.com/ @EuroBangla
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ফেসবুক লিংক:
Europe Update : https://www.facebook.com/EuropeUpdateBD
Global Holiday : https://www.facebook.com/GlobalHolidayGH
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: