যাকাত না দেওয়ার শাস্তি | Zakat
Автор: Nandipara
Загружено: 2025-03-28
Просмотров: 58
Описание:
যাকাত না দেওয়ার শাস্তি: কুরআন ও বুখারী শরীফের আলোকে
যাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, যা ধনী মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। কুরআন ও হাদিসে যাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তির কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
কুরআনের সতর্কবাণী:
আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন—
“যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন ওই ধন-সম্পদ জাহান্নামের আগুনে গরম করে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠে চিহ্নিত করা হবে, (এবং বলা হবে,) এটা সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, এখন তোমরা যা জমা রেখেছিলে তার স্বাদ গ্রহণ কর।”
📖 (সূরা আত-তাওবা: ৩৪-৩৫)
এ আয়াত থেকে বোঝা যায়, যারা সম্পদের যাকাত আদায় করে না, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।
বুখারী শরীফের হাদিস:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—
“যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন সেই সম্পদ বিষাক্ত সাপের রূপ ধারণ করবে। সাপটি তার গলদেশে পেঁচিয়ে ধরা হবে এবং বলবে: ‘আমি তোমার ধন-সম্পদ, আমি তোমার পুঁজি!’”
📖 (সহিহ বুখারী: ১৪০৩, ৪৬৪৯)
এই আয়াত ও হাদিস থেকে স্পষ্ট হয়, যাকাত আদায় না করা কেবল একটি সাধারণ গুনাহ নয়; বরং এটি এমন অপরাধ যার পরিণতি ভয়াবহ। তাই প্রত্যেক মুসলমানের উচিত সময়মতো যাকাত প্রদান করে আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: