আগুনের গোলায় তৈরি ফিনিক্স পাখি রহস্য। শুধুই কী গল্প নাকি সত্যতাও আছে ? | Jago Facts | Mythology
Автор: Jago Facts
Загружено: 2021-03-09
Просмотров: 20762
Описание:
আগুনের গোলায় তৈরি ফিনিক্স পাখি রহস্য। শুধুই কী গল্প নাকি সত্যতাও আছে ? | Jago Facts | Mythology
ছোটবেলায় হ্যারি পটার মুভি দেখে বিস্ময়ে অবিভূত হয়নি এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। হ্যারি পটার, প্রফেসর ডাম্বলডোর, টম রিডল, সেভেরাস স্নেইপ, রন উইজলি, হারমোনি গ্রেঞ্জার এই চরিত্রগুলোকে কেন্দ্র করেই কেটেছে আমাদের অনেকের বাল্যকাল। এমন অনেককেই পাওয়া যাবে যাদের হ্যারি পটার সিরিজের সব মুভিগুলো বেশ কয়েকবার করে দেখা।
তো সেখানে আমরা ফনিক্স পাখি নামে ডাম্বলডোরের চেম্বারে এক পাখির দেখা পাই। যে পাখি চেম্বার অব সিক্রেটে হ্যারি পটারের কাছে গ্রিফিন্ডরের তলোয়ার পৌছে দিয়েছিল, টম রিডলের সাপ বসলিস্কের চোখ অন্ধ করে দিয়েছিল এবং তার অশ্রু দিয়ে হ্যারি পটারের জীবন রক্ষা করেছিলো। আমরা দেখেছি ডাম্বলডোরের চেম্বারে ফিনিক্স পাখি নিজেকে নিজে জ্বালিয়ে দিয়েছে এবং সেই ছাই থেকেই আবার জন্ম গ্রহণ করেছে। হ্যাঁ, ফিনিক্স পাখি নিয়েই আজকে আমার এই আর্টিকেল।
পুরাণের এক অতি রহস্যময় পাখি এই ফিনিক্স। কথিত আছে সূর্যের আলো থেকে জন্ম নেওয়া এই পাখির পাখা গুলো তৈরি হয় রংধনু থেকে। আগুন রাঙা এই পাখি যুগের পর যুগ থেকেছে এক রহস্যের আবরণে। তার চোখের পানিতে আছে মানুষের শরীরের ক্ষত সারিয়ে দেওয়ার ক্ষমতা। প্রাচীন অনেক রাজারা অমর হবার জন্য এই পাখির খোজ চালিয়ে গেছেন বছরের পর বছর। কিন্তু সফল হতে পারেননি কেউ।
ফিনিশীয় সভ্যতার লোকেরাই সর্বপ্রথম এই ফিনিক্স পাখির কথা সামনে নিয়ে আসেন। বর্তমান সিরিয়া ও লেবাননের পশ্চিম উপকূলে ছিল প্রাচীন ফিনিশীয় সভ্যতার অবস্থান। ধারণা করা হয় সিরিয়ার “ফিনিশীয়া” উপকূলের নামকরণ হয় এই ফিনিক্স পাখি থেকে। এই ঘটনা আমরা একটু পরেই বর্ণনা করবো। তবে ফিনিশীয় সভ্যতার কথা বলতে গেলেই বলতে হয় তাদের এক বড় কীর্তির কথা।
এই ফিনিশীয়রাই মিশরীয় চিত্রলিপি থেকে ২২টি চিহ্ন নিয়ে এক বর্ণমালা তৈরি করে যার সাথে গ্রীকরা স্বরবর্ণ যোগ করে ২৪টি বর্ণের বর্ণমালা তৈরি করে যা থেকে পৃথিবীর সকল বর্ণমালা তৈরি হয়। আমাদের বাংলা বর্ণমালাও অনেকাংশে গ্রীক ও ফিনিশীয় বর্ণমালার কাছে ঋণী।
শুধু ফিনিশীয় নয় গ্রীক, মিশরীয় এবং চাইনিজ পুরাণেও উল্ল্যেখ আছে এই ফিনিক্স পাখির। গ্রীক পুরাণ অনুসারে ফিনিক্স পাখি এক বিশাল আকৃতির দীর্ঘায়ু পাখি। যা ৫০০ বছর বাঁচে। কোথাও আবার ১০০০ বা ১৪০০ বছরের কথাও উল্ল্যেখ আছে। এই পাখির রঙ নিয়েও রয়েছে ভিন্নমত। কেউ বলেন এই পাখি দেখতে অনেকটা ময়ূরের মত আবার কেউ বলেন লাল পা হলুদ চোখের পাখি।
রোমান লেখক ল্যাক্টানশিয়ারের মতে এই পাখির পা লাল-হলুদ পালক দ্বারা আবৃত এর চোখ নীলকান্তমনির মত। কিন্তু ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, এর রঙ লাল সাথে হলুদ ক্ষেত্র বিশেষে সোনালী। তার মতে এই পাখি ঈগল এর মত দেখতে আবার ল্যাক্টনশিয়ার বলেন উটপাখির মত ফিনিক্সের আকৃতি।
In ancient Greek folklore, a phoenix is a long-lived bird that cyclically regenerates or is otherwise born again. Associated with the sun, a phoenix obtains new life by arising from the ashes of its predecessor. Wikipedia
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: