সঠিক সময়ে সঠিক রোগ নির্নয় করা গেলে অনেক বড় বিপদ পাশকাটিয়ে চলে যায়
Автор: Crescent Gastroliver & General Hospital Ltd.
Загружено: 2024-03-14
Просмотров: 50
Описание:
শুধু মাত্র লক্ষন দেখে ভয় না পেয়ে অভিজ্ঞ ডাক্তার ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন করলেই সুস্থ থাকা সম্ভব।
মোঃ আসাদ হোসেন (ছদ্মনাম) মধ্য বয়সী যুবক। হঠাৎ করেই তার ১০৩-১০৪ ডিগ্রি জ্বর আসা শুরু হয়। ১ মাস তীব্র জ্বর সাথে বমি, জন্ডিস ভাব ও ছিল বেশ কিছু দিন।
MRCP পরীক্ষার পর যাচাই করে দেখা যায় পিত্তনালিতে পাথর হয়েছে সাথে প্রদাহ আছে। রোগ ধরা পরার পর ক্রিসেন্ট গ্যাষ্ট্রোলিভার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগন সিদ্ধান্ত নেন ERCP করে পিত্তনালি থেকে পাথর বের করা এবং পিত্তরস চলাচলের জন্য যদি প্রয়োজন হয় Stent বসানো হবে।
ERCP করে পাথর অপসারন করা হয় এবং পিত্ত নালির নিচের অংশ সরু থাকায় Stent বসানো হয়। Stent বসানোর পর রোগি আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ বোধ করছে জ্বর ও নেই তাই রোগির লোকজন সঠিক রোগ নির্নয় ও দ্রুত চিকিৎসার ফলে রোগির শারিরীক অবস্থার উন্নতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: