জাতীয় জাগরণে নজরুল এবং তাঁর চিন্তাধারা (২য় পর্ব) || কবি ও নজরুল বিশেষজ্ঞ আবদুল হাই শিকদার
Автор: Institute of Islamic Thought and Research
Загружено: 2024-07-08
Просмотров: 1260
Описание:
আমাদের দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সামগ্রিক পরিসরে বুদ্ধিবৃত্তিক যে আলাপ, আলোচনা ও পর্যালোচনার দরকার, তা খুবই কম। জাতির এমন ক্রান্তিকালে জাতীয় কবিকে নিয়ে আলোচনাটা সময়ের আবশ্যিক একটি দাবি। সে দাবিকে সামনে রেখেই এধরণের ক্লাসের আয়োজন করা হয়।
বিশেষ এ ক্লাসটি পরিচালনা করেছেন বাংলাভাষার অন্যতম প্রধান কবি এবং নজরুল বিশেষজ্ঞ কবি আবদুল হাই শিকদার। দিনব্যাপী পরিচালিত এক্লাসে একাধারে উঠে এসেছে জাতীয় কবির জন্মকালীন ভারতীয় উপমহাদেশের সামগ্রিক বিশ্লেষণ, কবির শৈশব, তেজদীপ্ত যৌবন, সাহিত্যাঙ্গনে পদার্পণের ঘটনা, জীবনের প্রতিটি বাঁকের কারণ বিশ্লেষণ, অসুস্থতা পরবর্তী ঘটনাবলি-সহ কবির সমগ্র জীবনের বর্ণিল ইতিহাস।
এছাড়াও পর্যালোচনামূলক আলোচনায় উঠে এসেছে রবীন্দ্র-নজরুল সম্পর্ক এবং তাদের দ্বৈরথের কারণ। এমনকি, কবিকে নিয়ে অন্যান্য লেখক, সাহিত্যিক ও কবিদের মন্তব্য-মতামতগুলোকেও বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি, কবির প্রতিটি গ্রন্থকেও সময় নিয়ে যত্ন সহাকরে পর্যালোচনা করা হয়েছে।
উল্লেখ্য যে, জাতীয় কবির জীবনকে পর্যালোচনার সময় তৎকালীন প্রেক্ষাপটকে সামনে রেখেই আলোচনা করা হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: