সেমাই এর রসভরি পিঠা||অল্প উপকরণ দিয়ে ১০মিনিটেই তৈরি করে ফেলুন এই ডেজার্টটি||Shemai er Roshvori Pitha
Автор: Tukitaki Ranna
Загружено: 2020-08-22
Просмотров: 146
Описание:
#সেমাইএররসভরিপিঠা#সেমাইপিঠা#সেমাইডেজার্ট#ঝটপটনাস্তা#লাচ্ছাসেমাইএরলাড্ডু#shemaierroshvoripitha#shemaidessert#lacchashemailaddu
অতিথি আপায়্যনে মাত্র ১০ মিনিটেই তৈরি করে ফেলুন মজাদার এই ডেজার্টটি!
উপকরণঃ
১.লাচ্ছা সেমাই ২ কাপ
২.গুঁড়ো দুধ ২ চা চামচ
৩.চিনি ১ চা চামচ(মিস হয়ে যাওয়াতে আমি অফ ক্যামেরায় দিয়েছি তার জন্য দুঃখিত )
৪.লবণ ১/৪ চামচ
৫.ডিম ১ টি
প্রণালীঃ
প্রথমে একটি বাটিতে ২কাপ লাচ্ছা সেমাই নিন। তাতে গুঁড়ো দুধ,চিনি,লবণ এবং ফেটানো ডিম দিয়ে মেখে গোলাকার বল(লাড্ডুর মতন) করুন।এরপর ডুবো তেলে ভেজে নিন।বাদামি রঙের হয়ে এলে নামিয়ে ফেলুন।কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
এবার একটি প্যানে ৩ কাপ দুধ জ্বাল দিন অল্প আঁচে।তাতে ১/৪ চা চামচ লবণ ও ৪ চা চামচ চিনি দিয়ে নাড়তে থাকুন।সেমাই এর লাড্ডু গুলো ছেড়ে দিয়ে দিন।চুলার আঁচ মিডিয়ামে দিয়ে ঢেকে দিন। ৫/৬ মিনিট পর দেখবেন সেমাই এর লাড্ডুগুলো কিছুটা ফুলে উঠেছে।চুলা বন্ধ করে দিন।
গরম গরম পরিবেশন করুন।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।
#shemaidessert#shemailaddu#easyrecipe#eiddessert#semairecipe#semaidessert
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: