বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল খনন কাজের দৃশ্যমান অগ্রগতি | Buriganga River | Original | Adi Channel
Автор: Dhaka Mac
Загружено: 2019-05-08
Просмотров: 16305
Описание:
বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল খনন কাজের দৃশ্যমান অগ্রগতি | Buriganga River | Original | Adi Channel Video Recording Time 08 - 05- 2019
বুড়িগঙ্গা-হাতিরঝিল
আদি বুড়িগঙ্গা উদ্ধার করে হাতিরঝিলের আদলে সাজাতে ১৩ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আদি বুড়িগঙ্গাকে আগের রূপের ফেরানো সম্ভব হলে বদলে যাবে ঢাকার একটি অংশ।
বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেলটি আদি বুড়িগঙ্গা নামে পরিচিত। ব্রিটিশ আমলে এই চ্যানেলে নোঙ্গর করতো জাহাজ। এখন আর দেখে বোঝার উপায় নেই আগের সেই প্রবহমানতা।
বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেলের পুরোটাই দখল আর দূষণের কবলে। চ্যানেলের দুটি শাখার একটি এরইমধ্যে বিলুপ্ত, অন্যটি উদ্ধারে পরিকল্পনা নিয়েছে সরকার। উৎসমুখ থেকে লোহারপুল পর্যন্ত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। তবে, পরের অংশ সংস্থাটির অধীনে না থাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেলটি উদ্ধার করতে ১৩ সদস্যের কমিটি ও আট সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা তৈরির কাজ করছে এ কমিটি। বর্জ্য অপসারণ ও দখল উচ্ছেদ করে চ্যানেলটি পুনরুদ্ধারের পর হাতিরঝিলের আদলে বিনোদন পার্ক, সবুজায়ন করা হবে বুড়িগঙ্গার আদি চ্যানেলে। সচল হবে নৌপথও।
কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ চললে এ বছরই নতুন রূপ নিতে শুরু করবে আদি বুড়িগঙ্গা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: