মে ও জুন মাসে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষ পদ্ধতি - Vegetable Cultivation
Автор: Krishi Poribar
Загружено: 2025-04-26
Просмотров: 82772
Описание:
মে ও জুন মাসে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষ পদ্ধতি - Vegetable Cultivation
আজকে আমি আপনাদের দেখাবো মে থেকে জুন মাসে কি কি শাক সবজি চাষ করবেন।
এখন প্রায় সব ধরনের সবজি সারা বছর চাষ করা যায়, তবে কিছু কিছু শাক সবজি সিজেনে চাষ করলে বেশি ফলন পাওয়া যায়।
আপনারা মে মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, এই সময়ে অনেক বেশি ফলন পাওয়া যায়।
জুনের প্রথম দিকে আপনারা চাল কুমড়া চাষ করতে পারেন, এর জন্য প্রথমেই জমি ভালোভাবে চাষ দিয়ে নিবেন।
এই সময়ে আপনারা বারো মাসি লাউ চাষ করতে পারেন।
আপনারা টবে হাইব্রিড জাতের শসা চাষ করতে পারেন, অল্প সময়ে ফলন আসতে শুরু করবে।
মে থেকে জুন মাসে ঝিঙ্গা, ধুন্দুল, বরবটি ও চিচিঙ্গা চাষ করা যায়।
এছাড়া করলা ও ঢেঁড়স চাষ করার সবচেয়ে সঠিক সময় হচ্ছে মে মাস।
মে মাসে আপনারা এই সকল সবজি গুলো টবে, সিমেন্টের বস্তায়, বাড়ির আঙিনায় বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন।
আপনারা আরোও লাল শাক, পালং শাক, মুলা ও ধনিয়া পাতা চাষ করতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: