হরিপুর রাজবাড়ি,নাসিরনগর, ব্রহ্মাণবাড়িয়া/HARIPUR RAJBARI,NASIRNAGAR, BRAHMANBARIA
Автор: Saruwar Riyad
Загружено: 2020-10-26
Просмотров: 606
Описание:
হরিপুর রাজবাড়ি,ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাস্হ হরিপুর ইউনিয়ন অবস্থিত।১৮শ শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী (১৮৭০-১৯৩৬) কর্তৃক নির্মিত হয়েছিল।
হরিপুর বড়বাড়ি তিতাস নদীর পূর্বে পারে অবস্থিত।বাড়িটি হরিপুর জমিদারবাড়ি' বা' হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। এটি গ্রামের পশ্চিম পাশে এবং নাসিরনগর সদর হতে ১৫কিমি দক্ষিণপূর্বে তথা নাসিরনগর উপজেলা ও মাধবপুর উপজেলার সংযোগ পাশে অবস্থিত।বিশেষত, বর্ষা মউসুমে যখন পানিতে চারদিকে ভরে উঠে তখন এর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়।প্রসাদটির ভৌগোলিক অবস্থান ২৪°
৬'২৯.৪১"উঃ,৯১°১৫'২৬.৩৪"পূঃ।
হরিপুর বড়বাড়ি একটি দুই গম্বুজ এবং ত্রিতল বিশিষ্ট বাড়ি।বাড়িটির আয়তন এবং আড়ম্বরপূর্ণ স্হাপত্য ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বক্ষর বহন করে। প্রসাদটি প্রায় ৫ একর জমির উপর নির্মিত যাতে ৬০টি কক্ষে নাট্যশালা,দরবার হল,গুদাম, গোশালা, রন্ধনশাল,প্রোমোদের কক্ষ, খেলার মাঠ,মঠ,মন্দির,মল পুকুর ইত্যাদি বিদ্যমান।দ্বিতলে আরোহণের জন্য ছয়টি সিঁড়ি এবং ত্রিতলে আরোহণের জন্য দুইটি সিঁড়ি রয়েছে। এর উত্তরপশ্চিম পার্শ্বে এবং চারটি রয়েছে পুকুরের পশ্চিম পার্শ্বে। বাড়িটির পশ্চিম পার্শ্বে সান বাঁধানো ঘাট রয়েছে যা নদীতে গিয়ে নেমেছে এবং এর উভয় পার্শ্ব কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী ও অপরটি দক্ষিণ পার্শ্বে গৌরীপ্রসাদ রায় চৌধুরীর। এ অঞ্চলের জনপদ জাতায়তের সুবিধা তথা আরামদায়ক ভ্রমনের জন্য নদীপথ ব্যবহার করতো, হয়তো তাই মূল ফটক হিসাবে আকর্ষণী ঘাটটি নির্মিত হয়েছিল।
হরিপর জমিদারগণ ত্রিপুরার প্রভাবশালী জমিদারগণের উত্তরসুরী ছিলেন। প্রবীণদের নিকট থেকে জনশ্রুতি আছে সুনামগঞ্জ,ছাতক,দোয়ারাবাজার এবং আজমিগঞ্জের জনপদ কর প্রদান করতো।নাসিরনগর উপজেলাস্হ গুনীয়াউকের জমিদারগনের সহিত তা সুসম্পর্ক ছিল।দেশবিভাজনের পর ১৯৪৭ সালে প্রাসাদ ছেড়ে কলকাতায় চলেযান।ঐতিহাসিক নৌকা বাইচ মূলতঃ এখান থেকেই শুরু হয়।প্রাসাদের অনেক স্থানে ক্ষয় হোয়ে গেলেও দ্বিতলের পাশা খেলার ঘরটি আজও রয়েগেছে যাতে সখ্যগণের সাথে খেলতেন। বাইজীরা প্রতি রাতেই জমিদারগনের আমোদ-প্রোমোদের উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করতো।
বর্তমানে জমিদারণেরর উত্তরসূরীদের কিয়দাংশ নীচতলার বাস করে এবং উপসনা করে।হরিপুর বড়বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চলচিত্র প্রযোজকগনের দৃষ্টি আকর্ষণ করার হরিপুর বড়বাড়িতে অনেক ছবি নির্মিত হয়েছে।
সুত্রঃউইকিপিডিয়া
ভিডিও টি Walton Prime H9 তোলা
এডিট করা InShot apps.
সময় সুযোগ হলে দেখে যাবেন, দাওয়াত রইলো|
#HARIPUR_RAJBARI_NASIRNAGAR_BRAHMANBARIA
👉You are YouTube Me👇
Saruwar Riyad
👉ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।এছাড়া আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেল লিংকঃ / saruwar%20riyad
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: