আওয়ামীলীগ নির্মূলে আজও রাস্তায় সক্রিয় রয়েছি: হাদী
Автор: Recreation Channel
Загружено: 2025-11-13
Просмотров: 1057
Описание:
আওয়ামীলীগ নির্মূলে আজও রাস্তায় সক্রিয় রয়েছি হাদী #রাস্তায়_সক্রিয়_হাদী #আওয়ামীলীগ_নির্মূলে_হাদী #হাদী #recreationchannel #আওয়ামীলীগ_নির্মূলে #আজও_রাস্তায়_সক্রিয়
/ @recreationchannel6854
আওয়ামীলীগকে নির্মূলের লক্ষ্যে হাদী আজও রাস্তায় সমানভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। রাজনৈতিক পরিবর্তনের স্বপ্নকে সামনে রেখে তিনি নিরলসভাবে মাঠে-ময়দানে কাজ করে চলেছেন। জনগণের প্রত্যাশা, দাবি ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আপসহীন অবস্থানে দাঁড়িয়ে আছেন। তার বক্তব্য ও উপস্থিতি রাজপথে সংগ্রামী মনোভাবকে আরও উজ্জীবিত করছে।
হাদীর মতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বাধীন মতপ্রকাশের নিশ্চয়তার জন্য আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য ও দমন-পীড়নের রাজনীতি বন্ধ করা প্রয়োজন। এ লক্ষ্যেই তিনি আজও নিজের অবস্থান থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার এই অটল অবস্থান রাজনীতির মাঠে নতুন উদ্দীপনা তৈরি করছে।
যে কোনো ধরনের বাধা, হুমকি কিংবা দুর্বৃত্ততাকে পরোয়া না করে হাদীর রাজপথে সক্রিয় থাকা তার অঙ্গীকারেরই প্রতিফলন—জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ রক্ষার সংগ্রামে তিনি নির্ভীক, অবিচল এবং প্রত্যয়ী।
হাদীর শান্তিপূর্ণ রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হাদী আজও রাস্তায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তার মতাদর্শ ও নাগরিক দাবিগুলো শান্তিপূর্ণভাবে তুলে ধরছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলনই তার এই ধারাবাহিক সক্রিয়তা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: