এই মৃত্যু উপত্যকা আমার দেশ না – নবারুণ ভট্টাচার্য • কন্ঠে : ওয়াফিউল হক বিধু • Wafiul Bidhu
Автор: Wafiul Bidhu
Загружено: 2024-07-31
Просмотров: 2570
Описание:
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
নবারুণ ভট্টাচার্য
কন্ঠে: ওয়ফিউল হক বিধু
যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়আমি তাকে ঘৃণা করি-যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছেআমি তাকে ঘৃণা করি-যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণীপ্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় নাআমি তাকে ঘৃণা করি-আটজন মৃতদেহচেতনার পথ জুড়ে শুয়ে আছেআমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছিআট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখেআমি চীৎকার করে উঠিআমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়আমি উন্মাদ হয়ে যাবআত্মহ্ত্যা করবযা ইচ্ছা চায় তাই করব।
এই মৃত্যু উপত্যকা আমার দেশ নাএই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ নাএই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নাএই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
আমি আমার দেশকে ফিরে কেড়ে নেববুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান
হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রিদিন ইনটারোগেশনমানি নানখের মধ্যে সূঁচ, বরফের চাঙড়ে শুইয়ে রাখামানি নাপা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়েমানি নাঠোঁটের ওপরে বুট ,জ্বলন্ত শলাকায় সারা গায় ক্ষতমানি নাধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহসা আ্যালকোহলমানি নানগ্নদেহে ইলেকট্রিক শক , কুৎসিৎ বিক্রত যৌন অত্যাচারমানি নাপিটিয়ে পিটিয়ে হত্যা , খুলির সঙ্গে রিভলবার ঠেঁকিয়ে গুলিমানি না ,মানি না ,মানি না
কবিতা কোন বাধাকে স্বীকার করে নাকবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক।
না ভয় করে নাভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগেযখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়।আমাকে হ্ত্যা করলেবাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাবআমার বিনাশ নেই-বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবআমার বিনাশ নেই-সুখে থাকব, দুঃখে থাকব সন্তান-জন্মে সৎকারেবাংলাদেশ যতদিন থাকবে ততদিনমানুষ যতদিন থাকবে ততদিন।
#kobita
#poetry
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: