বৈদ্যুতিক দুধ দোহন করার মেশিন | Electric Milking Machine price
Автор: GRASS CUTTER BD
Загружено: 2023-10-06
Просмотров: 338
Описание:
আধুনিকতার ছোঁয়া এখন ডেইরী খামার
ভিজিট করুন: http://agriculturebd.com
এ মেশিনের উপকারিতা:
১।অতি সহজে দুধ দুহানো যায়
২। সময় এবং শ্রম ব্যয় কম হয়
৩।তেমন জনবলের প্রয়োজন হয় না
৪। হাতের তুলনায় দুধ বেশি পাওয়া যায়
৫।দুধের গুনাগুন ভাল থাকে
৬।গাভীর দুধ ৪ থেকে ৫ ঘন্টা ভাল বা টাটকা ও সতেজ থাকে ।
৭। কোন ধরনের ময়লা পড়ে না
৮।ওলান জাতীয় রোগ বালাই খুব কম হয়
৯।অনেকগুলো গাভীর একসাথে দুধ দুহানো যায়
১০।গাভীর ওলান/বাট থাকে জীবাণুমুক্ত
১১।গাভীর দুধে ময়লা বা আবর্জনা পড়ার সম্ভবনা কম থাকে ।
বাংলাদেশের দুগ্ধ খামাড়ীদের জন্য এই প্রথম আমরা নিয়ে এলাম শতভাগ ইউরোপিয়ান প্রযুক্তিতে ও যন্ত্রাংশে তৈরি দুধ দোহনের মেশিন। যে সকল খামারিরা দুধ দোহন নিয়ে প্রতিনীয়ত নানারকম ঝামেলা পোহাচ্ছেন আবার কাহারো উৎপাদন হ্রাস পাচ্ছে তাদের জন্য এটি সুখবর।
এটি চালনা করা একেবারেই সহজ এবং মানের দিক থেকে সর্বোত্তম।
দুধ দোহন মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে দীর্ঘ প্রায় ৬ বছর গবেষণার পর এ মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে একটি গাভীর দুধ ৪ থেকে ৫ মিনিটের মধ্যে দোহন সম্পন্ন সম্ভব হবে। শুধুু তাই নয় এটি শতভাগ বিজ্ঞানসম্মত এবং গাভীর কোন শারীরিক ক্ষতির সম্ভাবনাও নেই। দুধের গুণগতমানের কোন পরিবর্তন হবে না। উন্নত বিশ্বে সময় বাঁচানোর জন্য এমন মেশিন ব্যবহার করা হচ্ছে।
আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করুন : ২৭১/১ (তৃতীয় তলা) নর্দ্দাপাড়া বেশাখীর মোড়, দক্ষিণখান, উত্তরা , ঢাকা -১২৩০
মোবাইল : 01841-916564 (imo+whatsapp+wechat)
অর্ডার করার নিয়মঃ
অর্ডার করার জন্য অবশ্যই পরিবহন খরচ বা এর সমমান সর্বনিম্ন ৬০০০ টাকা
ব্যাংক, বিকাশ অথবা রকেট এর মাধ্যমে দিতে হবে ।
#কারন অনেকেই আমাদের কাছে অর্ডার করে পরিবহন থেকে পন্য তুলেনি এতে আমাদের লস হয় তাই আগেই দিতে হবে ।
#
ক্যাশ অন ডেলিভারি।
বাংলাদেশের যে কোন প্রান্তে করতোয়া,ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি.।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: