পরীমণি ও শেখ সাদি প্রেম নিয়ে যা বললেন।Porimoni| Sheikh Sadi
Автор: Ria.infohunter
Загружено: 2025-02-07
Просмотров: 932
Описание:
পরীমনির সাথে প্রেম করছেন কি শেখ সাদি? গুন্জনতে উড়িয়ে দিয়ে নিজেরে বন্ধু বলে পরিচয় দেন শেখ সাদি।
পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পরীমণি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। এ জন্য আমিও আদালতে আসি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হলাম।
শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।
শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন।
#porimoni
#sheikhsadi
#sharifulrazz
#shakibkhan
#apubiswas
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: