আধুনিক নয় তবে ভালো-মন্দ মিশানো-রংপুরের পীরগাছা উপজেলায় অবস্থিত একটি ডেইরি খামার পরিদর্শন ২৪ এপ্রিল
Автор: Dr.Md.Nurul Amin
Загружено: 2019-05-01
Просмотров: 41080
Описание:
অতীতে আমি বিভিন্ন এলাকার অনেকগুলি ডেইরি খামারের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেগুলো দেখে আপনারা হয়তো কিছু কিছু নিত্য নতুন তথ্য সঞ্চয় করেছেন এবং আধুনিক খামার গড়ে তোলার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন। এই খামার থেকে আপনারা ভিন্ন ধরনের কিছু তথ্য পাবেন, আশা করি সেগুলো থেকেও নতুন কিছু বিষয় আপনারা জানতে পারবেন। যদিও খামারের মেঝে নির্মাণ, পানি ও খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য পাত্র ও সেড ব্যবস্থাপনা এবং ঘরের নির্মাণে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তারপরও কিছু শিক্ষণীয় বিষয় আছে। গাভীর খাদ্য ব্যবস্থাপনায় একটি বড় অংশ "দানাদার খাদ্য"। বাংলাদেশের এসিআই কোম্পানি এবং ইন্ডিয়ার বিখ্যাত গোদরেজ কোম্পানি কর্তৃক যৌথভাবে পরিচালিত এসিআই গোদরেজ ফিড ম্যানুফ্যাকচারিং ইউনিট গত ১২ বছর যাবত বাংলাদেশে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে ব্যবসা করে আসছেন। গাভীর জন্য প্রস্তুতকৃত "বাই প্রো" এবং মোটাতাজাকরণের জন্য প্রস্তুতকৃত "মিট মোর" খাদ্য দু'টি অত্যান্ত গুণগতমানসম্পন্ন এবং সুষম। আশা করি আপনারা এই দু'টি খাবার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করে আপনাদের খামারে খাদ্য ব্যবস্থাপনায় অনেকখানি উন্নতি ঘটাতে পারবেন। এর বাইরে খামারের নিজস্ব যে সমস্ত ত্রুটি-বিচ্যুতিগুলি আছে তা সূক্ষ্মভাবে দেখে নিজ নিজ খামারের ক্ষেত্রে উক্ত ত্রুটি-বিচ্যুতিগুলি আপনারা যথাযথ পরামর্শকের পরামর্শ নিয়ে সংশোধন করে লাভজনকভাবে খামার পরিচালনায় মনোযোগী হবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সকল ভাল কাজে যথাযথ সহায় হউন। আমিন।
ডাঃ মোঃ নূরুল আমীন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: