Koto thikana hin manob কত ঠিকানাহীন মানব ( এ্যালবাম - আলোর প্রভা ) by Saimum Shilpi Gosthi
Автор: Saimum Shilpigosthi
Загружено: 2016-02-18
Просмотров: 2423
Описание:
কত ঠিকানাহীন মানব শিশু
ঘুরে পথে পথে
ওরা ঘুমায় গাছের ছায়ার তলায়
পীচঢালা রাজপথে।
কেন পায় না খেতে দু’মুঠো ভাত
পায় না পোশাক তারা
ওদের কী অপরাধ কেন ওরা সব অধিকারহারা।
ওরা নিরন্ন ভুখা থাকে সারাটা দিন ধরে
অনাথ ওরা অবহেলায় কেন উঠছে বেড়ে
শুধু লাঞ্ছনা বঞ্চনা কেন ওদের জীবন ভরা
সারা বিশ্ব জুড়ে অশান্তিরই অগ্নিশিখা জ্বলে
ইসলামেরই আলোর প্রভাত আর যে কত দূরে।
ওদের জীর্ণ মলিন মুখের দিকে চায়ন া তো কেউ ফিরে
রোদে জ্বলে পুড়ে মরে হাজার লোকের ভিড়ে
কেন পায় না শিক্ষার আলো ওরা
পায় না স্নেহের ছায়া।
কথা ও সুর: আবদুর রাজ্জাক
পথ শিশুদের নিয়ে গান। দেখুন , সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার অনুভুতি ।
ফেসবুকে আমাদের ফলো করুন;;; https://www.facebook.com/saimum1978/?...
টুইটারে আমাদের ফলো করুন;;;; / saimum78
গীতিকার ও সুরকার : আবদুর রাজ্জাক
এ্যালবাম : আলোর প্রভা ( সাইমুম শিল্পী গোষ্ঠী )
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: