ঢাকার ভিতরে কম খরচে রিসোর্ট । মেঘবাড়ী রিসোর্ট । গাজীপুর,ঢাকা
Автор: Ismail SB Vlogs
Загружено: 2022-03-23
Просмотров: 284
Описание:
গ্রামীণ জগতে আধুনিকতার ছোঁয়ায় ঢাকার পাশে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় নগরভেলা গ্রামে পর্যটকদের একটি বিনোদন কেন্দ্র এই মেঘ বাড়ি রিসোর্ট(Megh Bari Resort)। যেখানে আপনি পাবেন বিনোদনের সব ধরনের উপকরণ।
এখানে আছে সুন্দর কারুকার্য দ্বারা মেঝেতে টাইলস যুক্ত সুইমিংপুল। যেখানে সব বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন সুইমিংপুলের এই শীতল পানিতে। রাতের আকাশে তারা গুনতে চাইলে ও প্রকৃতিকে কাছ থেকে বিশদ ভাবে উপভোগ করার জন্য রিসোর্টে আছে বিভিন্ন মূল্যের কটেজ।
পরিবারের সকলকে নিয়ে অথবা যেকোনো গেট টুগেদার করতে চাইলে ভাড়া নিতে পারেন পুরো পিকনিক স্পটটি। বিয়ে, মিটিং, জন্মদিনের জন্য চাইলে রিসোর্টের এসিযুক্ত বিশাল এই কনফারেন্স রুম ভাড়া নিয়ে পুরো দিনটিকে করতে পারেন স্মৃতি মধুর।
এন্ট্রি ফি
মেঘ বাড়ি রিসোর্টে জনপ্রতি প্রবেশ মূল্য ১০০ টাকা
সুইমিংপুল
রিসোর্টে আছে পর্যটকদের জন্য সম্পূর্ণ টাইলস দিয়ে তৈরি নিজস্ব সুইমিংপুল। যেখানে এন্ট্রি ফি জনপ্রতি ৩০০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলে অবস্থান করা যাবে। এরপর পুল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আর যারা কটেজ ভাড়া নিচ্ছে তাদের জন্য আছে পুলে দারুণ এক অফার। কটেজে অবস্থানকারী প্রতি দুই জন সদস্যর জন্য রাত ৯ ঘটিকা পর্যন্ত যেকোনো একটি সময় পুল এন্ট্রি ফ্রি করে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ।
যোগাযোগ ও ঠিকানা
ঠিকানাঃ রায়েরদিয়া, উলুখোলা রোড, নগরভেলা,bকালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ
#megbari_resort #Ismail_SB_Vlogs #মেঘবাড়ি রিসোর্ট
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: