নতুন চমকে টার্কি ফার্ম
Автор: মাটির হাড়ি ফিল্ম
Загружено: 2017-11-09
Просмотров: 3766
Описание: খোলামেলা পরিবেশ টার্কিকে সুস্থ রাখতে সহায়ক টার্কি দেখতেও বেশ চমৎকার। মোরগ টার্কিগুলো স্বভাবগতভাবে যখন ময়ুরের মতো পেখম তোলে তখন দৃষ্টি কাড়ে সকলের। লেয়ার ও ব্রয়লার মুরগির তুলনায় টার্কির রোগ-বালাই নেই বললেই চলে এবং লালন-পালনের খরচ অনেক কম ।টার্কি মুরগির খাবার খরচও কম। তাদের প্রিয় খাবারের মধ্যে রয়েছে নেপিয়ার ঘাঁস, কলমী শাক, পাতাকপিসহ সকল ধরনের সবুজ শাক-সবজি ও লতা-পাতা। সারাদিনে তাদের দেয়া হয় সামান্য পরিমাণ পোল্ট্রি ফিড। না দিলেও তেমন কোন ক্ষতি নেই। সাধারণ মাটির হাড়ি ফিল্ম মুরগির তুলনায় টার্কি মুরগি দ্রুত বাড়ে। তুলনামূলক ৫০টি বয়লার মুরগির খাবার ফিড দিয়ে ১ হাজার টার্কি পালন করা সম্ভব । ফলে স্বল্প সময় ও কম খরচে মাংস ও ডিম উৎপাদন করে খামরিরা লাভবান হচ্ছেন । তাছাড়া মোরগ টার্কিগুলো ময়ুরের মতো পেখম তুলে ভাব প্রদর্শন করে যা অনেকের দৃষ্টি কাড়ে। অনেকেই আগ্রহ প্রকাশ করছেন টার্কি খামার গড়ে তোলার জন্য
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: