বৈধ নিয়মে সহজে ইউরোপ🇪🇺 কিভাবে যাবেন।🇦🇪UAE রেসিডেন্সি পারমিট নিয়ে ভিসা ছাড়া দুবাই থেকে ইউরোপ
Автор: Go Europe
Загружено: 2022-07-12
Просмотров: 38
Описание:
UAE,দুবাই বিজনেস রেসিডেন্ট পার্মিট থাকলে ইউরোপের চারটি দেশ ভ্রমণ করুন ভিসা ছাড়া অর্থাৎ ভিসা ফ্রী
ভিসা ছাড়া যেসব দেশে ভ্রমণ করতে পারবেন
🇦🇱আলবেনিয়া
🇬🇪 জর্জিয়া
🇲🇪 মন্টিনেগ্রো
🇦🇿আজারবাইজান
সৌন্দর্যপ্রেমী মানুষ মাত্রই ভ্রমণ করতে ভালোবাসেন। আর যদি বিদেশ ভ্রমণের সুযোগ আসে তবে তো কথাই নেই। নিজ দেশের বাইরে ভ্রমণ করতে চাইলে প্রথমেই একটি বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। তারপর সেই পাসপোর্টে সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার পাবার জন্য বেশ বেগ পেতে হয়। অর্থাৎ যে দেশে ভ্রমণে যাবেন সে দেশের নির্ধারিত শর্তগুলো ঠিকঠাক মত পালন করলেই কেবল মিলবে কাঙ্ক্ষিত দেশের ভিসা। কিন্তু আপনি যদি দুবাইয়ে রেসিডেন্সি হয়ে থাকেন বাংলাদেশী পাসপোর্ট এ মালিক হয়ে থাকেন তবে ক্ষমতাবলে ভিসা ছাড়া সহজে বিশ্বের ইউরোপ দেশ ভ্রমণ করতে পারবেন।
অ্যারাইভাল (on arrival visa) কাকে বলে?
কোন দেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশ ত্যাগের পূর্বেই অগ্রিম ভিসা নিতে হয় আবার কোন কোন দেশে সরাসরি উপস্থিত হয়ে অন-অ্যারাইভাল (on arrival visa) নেয়া যায় আবার কিছু দেশ আছে যেখানে ভিসারই প্রয়োজন নেই। ভিসা ছাড়া (visa free) ভ্রমণ বলতে ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল ভিসাকে বুঝানো হয়। অর্থাৎ আপনি কোন দেশে ভ্রমণ করতে চাইলে অগ্রিম সেই দেশের ভিসা সংগ্রহের প্রয়োজন নেই। সরাসরি সেই দেশের পৌঁছে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সহজেই ভিসা নিতে পারবেন অথবা ভিসা ছাড়াই একটি নির্দিষ্ট সময় ভ্রমণের সুবিধা পাবেন। বেশিরভাগ দেশেই অন এরাইভাল ভিসা পেতে দেশ অনুযায়ী বিভিন্ন ফি দিতে হয়।
"ইউরোপ ব্লগ " ইউটিউব চ্যানেল। ভিবিন্ন দেশের ভিসা প্রসেসিং, ইনফরমেশন দেওয়া এবং সঠিক গাইডলাইন দেওয়াই আমার উদ্দেশ্য। আমার চ্যানেল থেকে দালালরা দুরে থাকবেন। স্বীকার হবনা আর প্রতারণার, আপনাদের স্বপ্ন ইউরোপ বাস্তবায়নে সাথেই আছে ইউরোপ ব্লগ।
বিঃদ্রঃ আমি কোন দালাল অথবা এজেন্সির লোক নয়। আমার নিজস্ব ট্যুরিজম কোম্পানি মানুষকে সঠিক পরামর্শ দেওয়াই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। বিস্তারিত জানতে লগইন করুন https // / europe blog আমার নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করেই সঙ্গেই থাকুন.লাইক,কমেন্ট,শেয়ার করতে ভুলবেন না। আমাকে সহযোগীতা করুন ভালো পোস্ট ও ভালো ভিডিও তৈরি করতে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: