পতিপুজিকা অপ্সরার স্বর্গ থেকে মর্ত্যে, মর্ত্য থেকে স্বর্গে: এক জীবনের শিক্ষা II Jumma24
Автор: JUMMA24
Загружено: 2025-05-28
Просмотров: 18
Описание:
পতিপুজিকা অপ্সরার স্বর্গ থেকে মর্ত্যে, মর্ত্য থেকে স্বর্গে: এক জীবনের শিক্ষা
বুদ্ধ বোঝালেন মানব জীবনের ক্ষণস্থায়ীত্ব এবং ভোগাসক্তির পরিণাম। ঠিক যেন একজন মালাকার বাগানে ঘুরে ঘুরে ফুল তুলছে – একটা ফুল তুলে সে অন্য ফুলের দিকে ছুটছে, তার মন স্থির নয়, তার ফুল তোলার আকাঙ্ক্ষা মেটেই না। ঠিক তেমনই, ভোগ-বাসনায় আসক্ত মানুষের মন সর্বদা অস্থির থাকে। সে এক ভোগ থেকে অন্য ভোগে ছুটে বেড়ায়, এক কামনা পূর্ণ হওয়ার আগেই অন্য কামনার জন্ম হয়। পার্থিব বস্তু, ইন্দ্রিয়সুখ – সবকিছুকেই সে আকর্ষণীয় মনে করে, যেন শরীরের এই নশ্বর দেহটিই সব। সে ঘৃণ্য বস্তুপূর্ণ এই দেহের ক্ষণস্থায়ী রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভোগে নানা প্রকার আস্বাদ অনুসন্ধান করে, অবিরাম ফুল তোলার মতোই কামনার মালা গাঁথতে থাকে।
কিন্তু হায়! তার কামনার মালা সম্পূর্ণ হয় না, ভোগের আকাঙ্ক্ষা অতৃপ্তই থেকে যায়। কারণ, এই অস্থিরচিত্ত ও ভোগাসক্ত মানুষটি যখন তার কামনাসাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই মৃত্যু এসে তাকে গ্রাস করে। অন্তক, অর্থাৎ যম, কারো জন্য অপেক্ষা করে না। সে তার নির্ধারিত সময়ে চলে আসে। তখন সেই ব্যক্তির ক্রন্দন, বিলাপ বা ভোগের আকাঙ্ক্ষা – কিছুর প্রতিই মৃত্যু ভ্রƒক্ষেপ করে না। অতৃপ্ত অবস্থাতেই জীবন প্রদীপ নিভে যায়।
#buddhistteachings #FacebookPage #buddhism
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: